Question:ঠাণ্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম?
Answer
ঠাণ্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকম কেননা, বায়ু যখন ঠান্ড কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পারিন ফোঁটা হিসেবে জমা হতে থাকে। পানির গ্লাসে যখন বরফ রাখা হয় তখন ঠান্ড গ্লাসের বাহিরের অংশের সাথে জলীয়বাষ্পের সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বিন্দু বিন্দু পানির সৃষ্টি করে। যা শিশির নামে পরিচিত। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির একই রকমের।