Question:ঘনীভবন কাকে বলে?
Answer
কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে।
Question:ঘনীভবন কাকে বলে?
কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে।
Question:বাষ্পীয়ভবন প্রক্রিয়ার মাধ্যমে কী ঘটে?
বাষ্পীয় প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়।
Question:পানিকে তাপ দিলে কী ঘটে?
পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয়।
Question:মেঘ কীভাবে সৃষ্টি হয়?
সাগর ও নদীর বাষ্পীভূত পানি উপরে উঠে ঠাণ্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়, যাদের অনেকগুলো বিন্দু একত্রিতত হয়ে মেঘ সৃষ্টি করে।
Question:নিরাপদ পানি কী?
মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি।
Question:মানুষের পানের জন্য নিরাপদ নয় পানির এমন দুটি উৎসের নাম লিখ।
মানুষের পানের জন্য নিরাপদ নয় পানির এমন দুটি উৎসের নাম হলো- ১. পুকুরের পানি, ২. নদীর পানি।
Question:পানি বিশুদ্ধকরণ কী?
মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ।
Question:থিতানো কী?
পানিতে থাকা ময়লঅ, যেমন- বালি, কাদা ইত্যাদি সরানো জন্য কলস বা পাত্র ব্যবহার করে পানি পরিষ্কারকরণের প্রক্রিয়াই হলো তিথানো।
Question:কোন পানি কোনোভাবেই নিরাপদ করা যায় না?
আর্সেনিকযুক্ত পানিকে কোনোভাবেই নিরাপদ করা যায় না।
Question:পানি চক্র কাকে বলে? পানিচক্রের উপর তিনটি বাক্য লেখ।
পানি তার এক উৎস থেকে অন্য উৎস ঘুরে আসে। পানির এই ফিরে আসার মাধ্যমে যে চক্র সম্পন্ন হয় তাই পানিচক্র। সূর্যের তাপে পুকুর, খাল, বিল নদী ও সমুদ্রের পানি জলীয়বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ।প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠাণ্ডা হয়ে ক্ষুদ্র পানি কণায় পরিণত হয়। মেঘের পানি কণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে।