Question:রিমা প্রতিদিন সকালে তার লেবু গাছে পানি দেয়। গাছটিতে কত ভাগ পানি রয়েছে? এই পানি গাছটিতে কোনো কোন কাজে ব্যবহৃত হয় তার চারটি বাক্যে লেখ।
Answer
রিমার গাছটির দেহে প্রায় ৯০ ভাগ পানি রয়েছে। এই পানি গাছটি যেসব কাজে ব্যবহার করে তা হলো- ১. খাদ্য তৈরিতে গাছটি পানি ব্যবহার করে। ২. মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে পানির সাহায্যে। ৩. পুষ্টি উপাদান বিভিন্ন অংশে পরিবহন করে। ৪. প্রচণ্ড গরমে পানি উদ্ভিদটির দেহ শীতল করতে সাহায্য করে।