+ Explanationনগদান হিসাবের উদ্ধৃত্ত নগদ টাকার পরিমাণ নির্দেশ করায় এটিকে সম্পত্তি হিসেবে ধরা হয়। খুচরা নগদান হল খুচরা ব্যয় নির্বাহের জন্য রাখা হিসাব বই। ফলে এটিও সম্পত্তিবাচক হিসাব (খ) ব্যাংক জমা বা ব্যাংক হিসাব কে ব্যক্তিবাচক হিসাবে গণ্য করা হয় (গ) মূলধন বলতে মালিক কর্তৃক কারবারে সরবরাহকৃত মূলধনকে বুঝায়। তাই একে ব্যক্তি বাচক হিসাব বলে গণ্য করা হয় (ঘ) বিক্রয ফেরত কে নামিক হিসাব বলে গণ্য করা হয় কারণ এর দ্বারা বিক্রয় আয়- হ্রাস পাওয়া বুঝায়। ক্রয়-বিক্রয় হিসাব ও লাভ-ক্ষতি হিসাবের সকল এন্ট্রি নামিক হিসাবের অন্তর্গত।