দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
  1. Question: নিচের যেটিকে ব্যয় বলে গণ্য করা হয় না-

    A
    মজুরী প্রদান

    B
    কু-ঋণ সঞ্চিতি

    C
    অবচয়ন

    D
    অনাদায়ী দেনা

    E
    শুল্ক প্রদান

    Note: Not available
    1. Report
  2. Question: সঞ্চিতি পদ্ধতিতে কু-ঋণ খরচ লিপিবদ্ধ করণের জন্য জাবেদা দাখিরা-

    A
    নীট লাভ হ্রাস করে কিন্তু মোট চলতি হিসাবে কোন প্রভাব ফেলে না

    B
    নীট লাভ প্রভাবত হবে না কিন্তু চলতি হিসাব হ্রাস করবে

    C
    নীট লাভ ও মোট চলতি সম্পদ হ্রাস করবে

    D
    নীট লাভ ও মোট চলতি সম্পদে কোন প্রভাব ফেলবে না

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  3. Question: বেক্সিমকো ফার্মা লিঃ এর ২০০৫সালের মোট দেনাদারের পরিমাণ ১২,০০,০০০ টাকা, সরা বছরে কু-ঋণের পরিমাণ দাড়ায় ২১,০০০ টাকা। বছরের শুরুতে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা। বছর শেষে ৩% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে, কু-ঋণ সঞ্চিতির সমাপনী জের কত হবে?

    A
    ২০,০০০ টাকা

    B
    ৩০,০০০ টাকা

    C
    ২৫,০০০ টাকা

    D
    ১৫,০০০ টাকা

    E
    ৩৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: মেহেদী ট্রেডার্স এর ২০০৫ সালের দেনাদার ছিল ১,০০,০০০ টাকা এব কু-ঋণ সঞ্চিতির পমিাণ ছিল ১২,০০০ টাকা। দেনাদারের উপর ৭.৫% হারে কু-ঋণ ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি রাখার সিদ্ধান্ত হলে, কু-ঋণ হিসাবের জের কত টাকা হবে া কু-ঋণ হিসাবে কত টাকা দেখাতে হবে?

    A
    ১৯,৫০০ টাকা

    B
    ৭,৫০০ টাকা

    C
    ১২,০০০ টাকা

    D
    ৪,৫০০ টাকা

    E
    ১৫,৯০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: সাকিব ট্রেডার্স এর ২০০৩ সালের দেনাদারের পমিাণ ২১,৫০০ টাকা, উক্ত বছরের ১ তারিখে দেনা সঞ্চিতির ক্রেডিট জের ১,০০০ টাকা। এ বছর বিবিধ দেনাদারের উপর অনাদায়ী সঞ্চিতি ৫০০ টাকা (দ্বারা) বৃদ্ধি কর। নতুন অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ কত?

    A
    ৫০০ টাকা

    B
    ১,৫০০ টাকা

    C
    ১,০০০ টাকা

    D
    ২,০০০ টাকা

    E
    ২,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: মি. তুহিন িএকজন এক মালিকানা কারবারী। ২০০৫ সালের দেনাদারের উপর সে ১০% হারে অনাদায়ী দেনা, ৫% হারে অনাদায়ী দেনা ও সন্দেহজনক অনাদায়ী- দেনা সঞ্চিতির এবং ২% হারে বাট্টা সঞ্চিতি ধার্য করার পর বাট্টা সঞ্চিতির সাংখ্যিক মূল্য দাড়ায় ৫১৩ টাকা। তাহলে ঐ বছরের মি. তুহিনের দেনাদারের পরিমাণ কত ছিল?

    A
    ২০,০০০ টাকা

    B
    ২৭,০০০ টাকা

    C
    ২৫,৬৫০ টাকা

    D
    ২৮,০০০ টাকা

    E
    ৩০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: কোন প্রকার কুঋণ সমন্বয় করার পূবে দি. মর্নিং স্টার লি. এর দেনাদারের পমিাণ ৪৫,০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ২,৪৫০ টাকা, এবং কু-ঋণ ২,৫০০ টাকা। দেনাদারের উপর ১০% হারে কু-ঋণ সঞ্চিতির এবং ৭.৫% হারে বাট্টা সঞ্চিতি ধার্যের সিদ্ধান্ত হরে, বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

    A
    ২,৮৬৮.৭৫ টাকা

    B
    ৩,৮৬৮.৭৫ টাকা

    C
    ২,৫৬৮.২৫ টাকা

    D
    ২,৮৬৮.২৫ টাকা

    E
    ২,৩৮৬.৭৫ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: কু-ঋণ সঞ্চিতি রাখার উদ্দেশ্য হল-

    A
    প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করা

    B
    অনাদায়ী পাওনার সাথে সমন্বয় করা

    C
    সঠিক বা নীট দেনাদারের পরিমাণ আর্থিক বিবরণীতে দোখানো

    D
    ক + খ

    E
    সবগুলোই সঠিক

    Note: Not available
    1. Report
  9. Question: দেনাদারের উপর ১০% হারে কু-ঋণ সঞ্চিতি এবং ৫% হারে বাট্টা সঞ্চিতি ধার্য করার পর বাট্টা সঞ্চিতির পরিমাণ দাঁড়ায় ৯০০ টাকা। দেনাদারের পরিমাণ কত?

    A
    ২০০০

    B
    ১০০০

    C
    ৯০০

    D
    ৫০০

    E
    ৪০০

    Note: Not available
    1. Report
  10. Question: কোহিনুর ক্যামিকেল লিমিটেড এর ২০১০ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ১২,০০,০০০ টাকা। সারা বছরে কু-ঋণের পরিমাণ দাঁড়ায় ২১,০০০ টাক। বছরের শুরুতে কু-ঋণ সঞিচতির ক্রেডিট জের ছিল ১৫,০০০ টাকা। বছর শেষে ৩% হারে কু-ঋণ সঞ্চিতি ধার্য করা হলে ২০১০ সালের শেষে কু-ঋণ সঞ্চিতির অতিরিক্ত জের কত?

    A
    ৩৫,০০০ টাকা

    B
    ৩০,০০০ টাকা

    C
    ৯০০০০ টাকা

    D
    ৫০০০ টাকা

    E
    ২,৪০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd