Question: নিম্ন লিখিত সমন্বয় জাবেদা লিখনটির জন্য সর্বোত্তম ব্যাখ্যা নির্বাচন কর? কু-ঋণ খরচ হিসাব ডেবিট 635 টাকা ; কু-ঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট 635 টাকা।
A
B
C
D
কু-ঋণ অবলোপন করা
B
কু-ঋণ সঞ্চিতি
C
কু-ঋণ খরচ হিসাব বন্ধকরণ
D
কোনটিই নয়
Note: খরচ বৃদ্ধি পেলে বা করা হলে সাধারণত খরচকে ডেবিট করা হয়। সুতরাং সমন্বয় জাবেদাটিতে কু-ঋণ খরচে (বৃদ্ধি করায়) সমন্বয় করা হয়েছে। অন্য দিকে কোন ভবিষ্যৎ সঞ্চিতিকে বৃদ্ধি করা হলে ক্রেডিট করা হয়। সমন্বয় জাবেদায় কু-ঋণ সঞ্চিতি হিসাব ক্রেডিট করায় (সঞ্চিতি বৃদ্ধি পাওয়ায়) বুঝা যায় যে, সম্ভাব্য কু-ঋণের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে লাভ/মুনাফা থেকে বু-ঋণ সঞ্চিতি রাখা হয়েছে সুতরাং বুঝা যায় যে, কু-ঋণ সঞ্চিতি হিসাব ভুক্ত করার জন্যই সমন্বয় জাবেদাটি লেখা হয়েছে।