একতরফা দাখিলা পদ্ধতি
 
  1. Question: একজন ব্যবসায়ী ১লা জানুয়ারি ২০১২ তারিখে সম্পত্তি ছিল ৳ ৫,০০০ ও দায় ছিল ৳ ২,৫০০ এবং ৩১শে ডিসেম্বর ২০১২ তারিখে সম্পত্তি ছিল ৳ ৬,৫০০ ও দায় ছিল ৳ ১,৭০০ টাকা। ঐ বছর তার মুনাফার পরিমাণ ছিল-

    A
    ১,৩০০ টাকা

    B
    ১,৫০০ টাকা

    C
    ২,৩০০ টাকা

    D
    ৩,৩০০ টাকা

    Note: সম্পদ বাড়লে এবং দায় কমলে মুনাফা বাড়ে। এখানে, সম্পদ বেড়েছে = ৬,৫০০ - ৫,০০০ = ১৫০০ টাাকা দায় কমেছে = ২৫০ - ১৭০০ = ৮০০ টাকা সুতরাং মুনাফা = ১৫০০ + ৮০০ = ২৩০০ টাকা
    1. Report
  2. Question: মালিকের মূলধনের সমাপ্ত জের ২১,০০০ টাকা। ঐ বৎসর মালিক ব্যবসায়ে ৬,০০০ টাকা প্রদান করে এবং ৪,০০০ টাকা উত্তোলন করে। বাৎৎসরের নীট আয় ৮,০০০ টাকা হলে, মালিকের প্রারম্ভিক মুলধন ছিল-

    A
    ১৯,০০০ টাকা

    B
    ১১,০০০ টাকা

    C
    ২৩,০০০ টাকা

    D
    ২২,০০০ টাকা

    Note: আমরা জানি, নীট আয় = মুলধন (+) উত্তোলন (-) প্রাঃ মুলধণ (-) অতিরিক্ত মুলধন অতএব, প্রাঃ মূলধন = সমাপনী মূলধন (+) উত্তোলন (-) অতিরিক্ত মুলধন (-) নীট আয় = (২১,০০০ + ৪,০০০ - ৬,০০০ - ৮,০০০) টাকা। = (২৫,০০০ - ১৪,০০০) = ১১,০০০ টাকা।
    1. Report
  3. Question: এক ব্যবসায়ী অসম্পূর্ণ হিসাব রাখে, ১৯৯৫ সনের শুরুতে তার মূলধন ছিল ৫৬,০০০ টাকা। ১৯৯৫ সনের শেষে তার মূলধন হিসাবে জের দাঁড়ায় ১,২০,০০০ টাকা। ঐ বৎসরে ব্যবসায়ী ব্যবসায় ৩০,০০০ টাকার একটি যন্ত্র সরবরাহ করে এবং ১৪,০০০ টাকা মূল্যের দ্রব্য নিজের ব্যবহারের জন্য ব্যবসা হতে উত্তোলন করে। ১৯৯৫ সনে কত টাকা মুনাফা বা ক্ষতি হয়েছে?

    A
    ৬৪,০০০ টাকা লাভ

    B
    ৮০,০০০ টাকা লাভ

    C
    ৪৮,০০০ টাকা লাভ

    D
    ২০,০০০ টাকা লাভ

    Note: Not available
    1. Report
  4. Question: একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাম্প্রতিক কোন এক বছরের প্রারম্ভিক ও বছরান্তের সম্পত্তি ও দায় নিম্নরূপ- সম্পত্তি দায় প্রারম্ভিক-১,৫০,০০০ টাকা ৬০,০০০ টাকা বছরান্তে- ২৪০,০০০ টাকা ৯২,০০০ টাকা নিন্মোক্ত ধারনার ভিত্তিতে ঐ প্রতিষ্ঠানের অর্জিত আয় বা ক্ষতি নিরূপণ করতে হবে। ব্যবসার মালিক ঐ বছরে কোন অতিরিক্ত বিনায়োগ করে নাই। কিন্তু মাসিক ৩,৫০০ টাকা ব্যক্তিগত খরচ হিসাবে উত্তোলন করেছেন-

    A
    ১,৫০,০০০ টাকা লাভ

    B
    ১,০০,০০০ টাকা ক্ষতি

    C
    লাভ ৫৮,০০০ টাকা লাভ

    D
    ১,০০,০০০ টাকা লাভ

    E
    ১,৪৫,০০০ টাকা

    Note: এক মালিকানা কারবারের লাভ/আয় = (সমাপনী মুলধন + উত্তোলন) - (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন) এখানে, সমাপনী মুলধন = সমাপনী সম্পত্তি - সমাপনী দায় = (২,৪০,০০০ - ৯২,০০০) টাকা = ১,৪৮,০০০ টাকা প্রাঃ মুলধন = (প্রাঃ সম্পত্তি - প্রাঃ দায়) = (১৫০,০০০ - ৬০,০০০) টাকা = ৯০,০০০ টাকা মোট উত্তোলন = (৩,৫০০ x ১২) টাকা = ৪২,০০০ টাকা অতিরিক্ত মূলধন = নাই। অতএব, আয় বা লাভ = (১৪৮,০০০/= + ৪২,০০০/=) - (৯০,০০০) টাকা = ১,৯০,০০০/= টাকা - ৯০,০০০ = ১,০০,০০০ টাকা।
    1. Report
  5. Question: একটি ছোট্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের ২০০২ সালের প্রারম্ভিক মুলধন ছিল ২,২০,০০০ টাকা। সমাপনী মুলধন ১,৪০,০০০ টাকা, বছরের মাঝখানে অতিরিক্ত মুলধন আনা হয়েছে ৩০,০০০ টাকা, উত্তোলন ১৫,০০০ টাকা, উক্ত বচরের লাভ বা ক্ষতি হযেছৈ-

    A
    ৫০,০০০ টাকা লাভ

    B
    ৫০,০০০ টাকা ক্ষতি

    C
    ৯৫,০০০ টাকা লাভ

    D
    ৯৫,০০০ টাকা ক্ষতি

    E
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: নিম্নের কোনটি অসম্পূর্ণ হিসাবের একটি সঠিক বিবরণ হতে পারে?

    A
    এক তরফা দাখিলা এবং কোন দাখিলা নাই এবং সংমিশ্রণ

    B
    এক তরফা দাখিলা, দুতরফা এবং কোন দাখিলা নাই এর সংমিশ্রণ

    C
    দুরফা দাখিলা এবং কোন দাখিলা নাই এর সংমিশ্রণ

    D
    দুতরফা দাখিলা এবং ভুল দাখিলার সংমিশ্রণ

    E
    ভুল দাখিলা, দু’তরফা দাখিলা, কোন দাখিলা নাই এবং এক তরফা দাখিলায় সংমিশ্রণ

    Note: প্রশ্নটিতে অসম্পূর্ণ হিসাবের একটি সঠিক বিবরণ চেয়েছে। আর এক তরফা দাখিলা হল একটি অসম্পূর্ণ দাখিলা পদ্ধতি। এটি (এক তরফা দাখিলা পদ্ধতি) হল দুতরফা দাখিলা এবং কোন দাখিলা নাই বা বে-দাখিলার সংমিশ্রণ সুতরাং প্রশ্নটির জন্য সবচেয়ে সঠিক বিবরণটি হল- একতরফা দাখিলা, দুতরফা দাখিলা এবং কোন দাখিলা নাই এর সংমিশ্রণ।
    1. Report
  7. Question: প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ টাকা, বছরের মাঝখানে বিনিয়োগ ৩,০০,০০০ টাকা, মালিকের উত্তোলন ৫০,০০০ টাকা টাকা এবং বছরের শেষে মূলধন ৭,০০,০০০ টাকা। বছরের মুনাফা কত টাকা?

    A
    ২,৫০,০০০ টাকা

    B
    ২,০০,০০০ টাকা

    C
    ৫,০০,০০০ টাকা

    D
    ১,৫০,০০০ টাকা

    E
    ৪,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবকালের প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ ১২,০০,০০০ টাকা, সমাপনী দিনে দায়ের পরিমাণ ২,০০,০০০ টাকা বেড়ে মোট ৯,০০,০০০ টাকায় দাঁড়িয়েছে। সমাপ্তি দিনে মালিকানা স্বত্বের পরিমাণ হলো ৮,০০,০০০ টাকা। যদি ব্যবসায়টি উক্ত হিসাবকালে ২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে থাকে তাহলে উক্ত হিসাবকালে মালিক কর্তৃক উত্তোলনের পরিমাণ কত?

    A
    শূন্য

    B
    ৭৫,০০,০০০ টাকা

    C
    ১,৫০,০০০ টাকা

    D
    ২৫,০০০ টাকা

    E
    ১,৫০,০০০ টাকা

    Note: জানা আছে, একতরফা দাখিলা পদ্ধতিতে, প্রারম্ভিক মূলধন = সমাপনী মুলধন + উত্তোলন - অতিরিক্ত মুলধন - নীট লাভ = ৫,০০,০০০ + ২,০০,০০০ + ১,৭৫,০০০ - ৮,০০,০০০ = ৭৫,০০০ টাকা এখানে, প্রারম্ভিক মূলধন = ১২,০০,০০০ - (৯,০০,০০০-২,০০,০০০) = ৫,০০,০০০ টাকা নীট লাভ= অর্জিত মুনাফা = ২,০০,০০০ টাকা অতিরিক্ত মুলধন = নতুন বিনিয়োগ = ১,৭৫,০০০ টাকা সমাপনী মুলধন = সমাপ্তি দিনে মালিকানা সত্ত্ব = ৮,০০,০০০ টাকা
    1. Report
  9. Question: ২০০৯ সনের ১লা জানুয়ারী দেনাদার হিসাবের জের ছিল ৪৯,০০০ টাকা। উক্ত মাসের নগদান বহির সারসংক্ষেপ দেখানো হয় যে উক্ত মাসে দেনাদারদের নিকট হতে ৪২,০০০ টাকা আদায় করা হয়। ৩১শে জানুয়অরী ২০০৯ তারিখের জের ছিল ৯০,০০০ টাকা। সে মাসে ৪,০০০ টাকা কুঋণ অবলোপন করা হয ও ১১,৪০০ টাকার বিল দেনাদার কর্তৃক গৃহীত হয়। নগদ বিক্রয়ের পমিাণ উক্ত মাসে ছিল ১৭,০০০ টাকা। উক্ত মাসের মোট বিক্রয় কত?

    A
    ৭৩,০০০ টাকা

    B
    ১,১৫,৪০০ টাকা

    C
    ৪১,০০০ টাকা

    D
    ৫৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: এক মালিকানা বা অংশীদারী কারবারের মুনাফা কোন হিসাবের স্থানান্তরিত করা হয়?

    A
    খতিয়ান

    B
    রেওয়ামিল

    C
    মূলধন হিসাবে

    D
    আয়-ব্যয় হিসাবে

    Note: একমালিকানা/অংশীদারী কারবারের মুনাফা/ক্ষতি নির্ণয়ের জন্য লাভ-লোকসান বিবরণী বা লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করা হয। আর এ লাভ-ক্সতি হিসাবের মুনাফা বৈষয়িক বিবৃতিতে অথবা উদ্বর্তপত্রের দায়ের দিকে মূলধন হিসাবে স্থানান্তরিত করা হয। কারণ লাভ/মুনাফা মালিকের পাওনা বা মালিকের মূলধন কে বৃদ্ধি করে।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd