রেওয়ামিল
 
  1. Question: আসবাবপত্র ক্রয় যদি মাল ক্রয় হিসাবে ডেবিট করা হয়। এটা কোন ধরনের ভুল?

    A
    দেখার ভুল

    B
    নীতিগত

    C
    পরিপূরক ভুল

    D
    বাদ পড়ার ভুল

    Note: Not available
    1. Report
  2. Question: রেওয়ামিল প্রস্তুত করা হয়-

    A
    কারবারের লাভ-লোকসান নির্ণয়ের জন্য

    B
    হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য

    C
    কারবারের আর্থিক অবস্থা নিরূপণের জন্য

    D
    উপরোক্ত কোনটি নয়

    Note: (ক) কারবারের লাভ/লোকসান জানার জন্য প্রস্তুত করা হয় লাভ-ক্ষতি হিসাব বা লাভ-লোকসান হিসাব। (গ) কারবারে আর্থিক অবস্থা নিরূপণের জন্য তৈরী করা হয় চূড়ান্ত হিসাব। আর সঠিক ভাবে আর্থিক অবস্থা জানতে হলে যাবতীয় হিসাব হতে হবে শুদ্ধ বা নির্ভুল। আর হিসাব বইয়ের এ (খ) গাণিতিক শুদ্ধা যাচাই করার জহন্য তৈরি করা হয়। রেওয়ামিল।
    1. Report
  3. Question: নিম্নের বিষয় গুলোর মধ্যে কোনটি উদ্বর্তপত্র ও রেওয়ামিলের মধ্যে? পার্থক্য নির্দেশ করে-

    A
    রেওয়ামিলে নামিক হিসাব দেকানো হয়, উদ্বর্তপত্রে নামিক হিসাব দেখনো হয় না

    B
    হিসাবকাল শেষে লাভ-ক্ষতি হিসাবে উদ্বৃত্ত/জের উদ্বর্তপত্রে দোখানো হয, দেওযামিলে দেখানো হয় না

    C
    অর্জিত আয় ও অপরিশোধিত ব্যয়ের পরিমাণ সমন্বয় দাখিলা প্রস্তুতের মাধ্যমে নির্ণয় করা হয়। তাই অর্জিত আয় এবং অপরিশোধিত ব্যয় রেওয়ামিলে দেওয়ানো হয় না, কিন্তু উদ্বর্তপত্রে দেখানো হয়।

    D
    সবগুলো

    Note: (ক) আয়-ব্যয়সমূহ অর্থাৎ নামিক হিসাবসমূহ রেওয়ামিলে দেখানো হয় কিন্তু নামিক হিসাব উদ্বর্তপত্রে দোখানে হয় না। (খ) যেহেতু আথিৃক বিবরণী প্রস্তুতের পূর্বেই রেওয়ামিল প্রস্তুত করা হয় সেহেতু হিসাবকাল শেষে লাভ-ক্ষতি হিসাবের জের রেওয়ামিলে দেখানো হয় না কিন্তু উদ্বত্র্তপত্রে দেখানো হয়। (গ) হিসাবকাল শেষে অর্জিত আয় এবং অপরিশোধিত ব্যয়ের পরিমাণ সমন্বয় দাখিলা প্রস্তুতের মাধ্যমে নির্ণয় করা হয়। তাই অর্জিত আয় এবং অপরিশোধিত ব্যয় রেওয়ামিলে দেখানো হয় না কিন্তু উদ্বর্তপত্রে দেখানো হয়। অর্থাৎ প্রশ্নে উল্লেখিত সবগুলো Option-ই উদ্বর্তপত্র ও রেওয়ামিলের মধ্যে পার্থক্য নির্দেশ করে।
    1. Report
  4. Question: একটি ভুল সংশোধন করার সময় কখন একটি অনিশ্চিত হিসাব ডেবিট বা ক্রেডিট করা হয়?

    A
    একদিকের ভুল

    B
    দুই দিকের ভুল

    C
    সকল ধরনের ভুল

    D
    সম্পূরক ভুল

    Note: সাময়িকভাবে ভুল সংশোধনের জন্র অনিশ্চিত হিসাব ডেবিট বা ক্রেডিট করতে হয়। হিসাবের বইতে ভুল দাখিলার দ্বারা যদি রেওয়ামিলের ডেবিট বা ক্রেডিট যে কোন পাশের যোগফল বেশী হলে তা ‘ক’ এক দিকের ভুল হবে। ‘খ’ দুই দিকের ভুল সমান হলে রেওয়ামিল মিলে যাবে। ‘গ’ সব ধরনের ভুলের জন্য অনিশ্চিত হিসাবের প্রয়েঅজন হয় না। ‘ঘ’ একটি ভুল দ্বারা আরেকটি ভুল সংশোধন হলে তা দ্বারা রেওয়ামিল অমিল হয় না।
    1. Report
  5. Question: যে সকল ভুল রেওয়ামিলে ব্যঘাত ঘটায় না?

    A
    যোগের ভুল

    B
    নীতি ও করণিক ভুল

    C
    স্থানান্তরের ভুল

    D
    এর কোনটিই নয়

    Note: ‘ক’ যোগ করতে ভুল করলে রেওয়ামিল মিলবে না। ‘গ’ জাবেদা দাখিলা হতে খতিয়ান স্থানান্তরের সময় টাকার অঙ্কে ভুল হলে ওেয়ামিল মিলবে না। এটি সঠিক উত্তর নয়। ‘খ’ নীতির ভুল দ্বারা মুনাফ জাতীয় ব্যয় ধরা হয় ও করণিক ভুল দ্বারা 5,000 টাকার পরিবর্তে 500 টাকা দ্বারা হিসাবভুক্ত বা বাদ পড়ার ভুল ইত্যাদি ভুল সংঘঠিত হয়। যা রেওয়ামিল মিলতে ব্যাঘাত ঘটায় না।
    1. Report
  6. Question: নিম্ন লিখিত কোন ভুলটি রেওয়মিলের মাধ্যমে ‍উদঘাটিত হবে?

    A
    করিমের নিকট প্রাপ্ত 574 টাকা চেক করিমের হিসাবে 475 টাকায় লিখিত হয়

    B
    বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয় হিসতাবে লিপিবদ্ধ করা হয়

    C
    300 টাকার ধারে বিক্রিত পণ্য দুতরফা হিসাবে 30 টাকায় লিখিত হয়

    D
    250 টাকার ক্রয় সম্পূর্ণভাবে হিসাবে লেখা বাদ পড়ে

    Note: কারণ ^rarr^ Option (ক)-তে উল্লেখিত লেনদেনটির সঠিক জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 574 টাকার চেক করিমের হিসাবে 475 টাকা। এখাানে শুধু করিমের হিসাবে প্রাপ্ত 574 টাকার পরিবর্তে 475 টাকা লেখা হয়েছে। অর্থাৎ করিম হিসাবকে (574-475) =99 টাকা কম লেখা হয়েছে। করিমের হিসাবে 99 টাকা কম লেখার কারণে রেওয়ামিলের ক্রেডিট পাশ্র্বে 99 টাকা কম দেখানো হবে। কিন্তু রেওয়ামিলের ডেবিট দিকে নগদান হিসাব 574 টাকা লেখায় রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল মিলবে না অর্থাৎ এ ভুলটি রেওয়ামিলের মাধ্যমৈ উদঘাটিত হবে।
    1. Report
  7. Question: অনিশ্চিত হিসাবে একটি বড় ধরনের জের থাকলে কি করা হবে-

    A
    উদ্বর্তপত্রের কর্তন করতে হবে

    B
    আগামী সময়কালের জন্য জের টেনে নিয়ে যেতে হবে

    C
    চূড়ান্ত হিসাব ছাপানোর আগে ভুল খুঁজে বের করতে হবে

    D
    লাভ-ক্ষতি হিসাবে কর্তন করতে হবে

    Note: রেওয়ামিল প্রস্তুত করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। আর রেওয়মিলে ভুল হলে সাময়িক ভাবে অনিশ্চিত হিসাবে লেখা হয়। আর এ হিসাবে বড় ধরনের জের থাকলে সঠিক আর্থিক ফলাফল নিরূপনে ব্যাঘাত ঘটায়। ফলে চূড়ান্ত হিসাব ছাপানোর আগে এ ভুল খুঁজে বের করতে হয়।
    1. Report
  8. Question: নিম্ন লিখিত ভুল সংশোধনের জন্য জাবেদা লিখনটি হল: করিমের কছ থেকে প্রাপ্ত 100 টাকা করিমের হিসাবে ডেবিট করা হয়েছে-

    A
    অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা করিম হিসাব ক্রেডিট 200 টাকা

    B
    করিম হিসাব ডেবিট 100 টাকা অনিশ্চিত হিসাব ক্রেডিট 100 টাকা

    C
    অনিশ্চিত হিসাব ডেবিট 100 টাকা করিম হিসাব ক্রেডিট 100 টাকা

    D
    অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা করিম হিসাব ক্রেডিট 200 টাকা

    Note: এ ভুলটি করার পরিবর্তে এক দিকের ভুল। কারণ ভুলটির কারণে শুধুমাত্র করিম হিসাবকে ক্রেডিট করার পরিবতেৃ ডেবিট করা হয়েছে। অন্য কিচু ঠিক মত করা হয়েছে। আর এক দিকের ভুল হলে অনিশ্চিত হিসাবকে ব্যবহার করতে হবে। করিমরে কাছ থেকে 100 টাকা প্রাপ্ত লেনদেনটির জাবেদা হওয়ার কথা ছিল নগদান হিসাবকে ঠিক রেখে করিমর হিসাবকে ডেবিট কর হয়েছ 100 টাকা দ্বারা। করিমরে হিসাবকে ক্রেডিট করা হলে করিমের হিসাব থেকে 100 টাকা কমে যেত। কিন্তু করিমের হিসাব ডেবিট করায় করিমের ডেবিট করায় করিমের হিসাবে 100 টাকা বেড়ে যায়। ফলে করিমের হিসাবে পার্থক্যসৃষ্টি হবে (100+100) = 200 টাকা। ফলে রেওয়ামিলের দু’পাশ্র্বের পার্থক্য সৃষ্টি হবে 200 টাকার। এ ভুলটির সংশোধন করা হলে করিমের হিসাবকে 200 টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। এবং যেহেতু এটি একদিকের ভুল ফলে ভুলটি সংশোধনের জন্য অনিশ্চিত হিসাবকে ডেবিট করতে হবে 200 টাকা দ্বারা। অর্থাৎ ভুরটি সংশোধনে সঠিক জাবেদা লিখনটি হবে অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা; করিম হিসাব ক্রেডিট 200 টাকা।
    1. Report
  9. Question: নিম্নের কোন ভুলটি হলে রেওয়মিল হলে রেওয়ামিল না মেলার সম্ভবনা থাকে-

    A
    যন্ত্রপাতির জন্য কৃত ব্যয়, আসবাবপত্র হিসাবে দেখানো হয়েছে।

    B
    দেনাদার হিসাবের নামে ওলট, পালট হয়েছে।

    C
    সম্পর্কিত নয় এমন দুইটি হিসাবের একটি ডেবিট জের এবং অপরটি ক্রেডিট জের আদৌ তোলা হয় নি।

    D
    একটি লেনদেন সম্পূর্ণই হিসাবের বাইরে রয়েছে।

    Note: ‘ক’ এর ভুলটি থাকলেও রেওয়ামিল মিলে যাবে। কারণ এই ভুলটি হচ্ছে নামে ভুল। রেওয়ামিল নামে ভুল ধরতে পারে না ‘খ’ এ ভুলটি দ্বারাও ‘ক’ এর মত অবস্থা ঘটবে। অর্থা’ এটি তাকা সত্তেও রেওয়ামিল মিলে যাবে ‘গ’ এ ভুলটির কারণে রেওয়ামিল মিলতে ব্যঘাত ঘটবে। ‘ঘ’ েএকটি লেনদেন হিসাবে বাহিরে থাকায় এর কোন প্রভাব রেওয়ামিলে দেখা যাবে না।
    1. Report
  10. Question: একটি বিক্রয় ফেরত ভুলক্রমে ক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক/শুদ্ধকরণ জাবেদা কোনটি?

    A
    বিক্রয় ফেরতদ-ডিবিট; ক্রয়-ক্রেডিট

    B
    ক্রয় ডেবিট; বিক্রয় ফেরত ক্রেডিট

    C
    গরমিল হিসাব-ডেবিট; ক্রয় ক্রেডিট

    D
    ক্রয় হিসাব ডেবিট; গরমিল হিসাব-ক্রেডিট

    Note: ভুল সংশোধনি দাখিলা নির্ণয় করার তিনটি ধাপ বা স্তর রয়েছে (i) প্রকৃতপক্ষে কি হওয়াার কথা ছিল? (ii) ভুলের ফলে কি হয়েছে? (iii) এখন কি করলে ভুলটি বিলুপ্ত হয় এবং প্রকৃত ঘটানাটি হিসাবভুক্ত হয়? এখন, প্রম্নটিতে বলা হয়েছে বিক্রয় ফেরতকে ভুলক্রম ক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে (i) নং পদক্ষেপ-অনুযায়ী প্রকৃতপক্ষে হওয়ার কথা চিল- বিক্রয় ফেরত ডেবিট, নগদান ক্রেডিট লিখা হয়েছে। শুধুমাত্র বিক্রয় ফেরতের পরিবতেৃ ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে। সুতরাং সংশোধনী দখিলা হবে- বিক্রয় ফেরত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd