Question: নিম্নোক্ত তথ্যবলী দিয়ে একটি প্রতিষ্ঠানের উদ্বর্তপত্র তৈরি করা হয়েছিল- জমি ১৫,০০০ টাকা, মূলন ২৫,০০০ টাকা, দালানকোঠা ২০,০০০ টাকা, দীর্ঘ মেয়াদী ঋণ ১০,০০০ টাকা, নগদ ৩,০০০ টাকা, দেনাদার ৪,০০০ টাকা, মজুদ পণ্য ৬,০০০ টাকা, বকেয়া খরচ ৩,০০০ টাকা, আগাম খরচ ২,০০০ টাকা। নিম্নের কোন উক্তিটি সস্পূর্ণ সঠিক?
Aস্থায়ী সম্পদ ৩৫,০০০ টাকা, চলতি দায় ১৪,০০০ টাকা ও উদ্বর্তপত্রের যোগফল ৫০,০০০ টাকা
Bউদ্বর্তপত্রের যোগফল ৪৯,০০০ টাকা, চলতি সম্পদ ১৫,০০০ টাকা ও স্থায়ী সম্পদ ৩৫,০০০ টাকা
Cচলতি দায় ১৫,০০০চলতি সম্পদ ১৩,০০০ টাকা ও উদ্বর্তপত্রে যোগফল ৫০,০০০ টাকা
Dউপরের কোনটিই সঠিক নয়
Note: তথ্যগুলো হতে আমরা পাই যে, চলতি সম্পত্তি = নগদ + মজুদপণ্য + আগাম খরচ + দেনাদার
= (৩,০০০ + ৬,০০০ + ২০০০ + ৪,০০০) টাকা = ১৫,০০০ টাকা
চলতি দায় = বকেয়া খরচ = ৩,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি = দালানকোঠা + জমি = (২০,০০০ + ১৫,০০০) টাকা = ৩৫,০০০ টাকা। এবং উদ্বর্তপত্রের যোগফল হবে= মোট সম্পত্তি অথবা মোট দায় ও ইকুইটি = (চলতি সম্পত্তি + স্থায়ী সম্পত্তি) অথবা, (চলতিদায় + দীর্ঘ মেয়াদি দায় + মূলধন)
= (১৫,০০০ + ৩৫,০০০) অথবা (৩,০০০ + ১০,০০০ + ২৫,০০০) = ৫০,০০০ অথবা ৩৮,০০০ টাকা।
উদ্বর্তপত্রের যোগফল দর্বদা সমান হতে হবে। কেননা মোট সম্পত্তি = মোট দায় ও ইকুইটি সুতরাং পর্যাপ্ত তথ্যের অভাবে এখানে উদ্বর্তপত্রের সঠিক যোগফল বের করা সম্ভব নয়। অর্থাৎ প্রশ্নটির উত্তরের জন্য প্রদত্ত কোন Option সঠিক নয়।