হিসাববিজ্ঞানের নীতিমালা
  1. Question: কোন ধরনের হিসাব বা হিসাবগুলিকে হিসাব কাল নীতি অনুসারে বদ্ধ করে দিতে হয়?

    A
    ব্যীক্তবাচক হিসাব

    B
    সম্পত্তি বাচক হিসাব

    C
    নামিক হিসাব

    D
    সকল ধরনের হিসাব

    Note: সাধারণত আয়-ব্যয় বাচক হিসাব বা নামিক বা অস্থায় িহিসাব সমূহ একটি হিসাবকালের জন্য সংঘটিত হয়। ফলে বছর শেষে এদের হিসাব বন্ধ করার অনুসারে নামিক হিসাবগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়।
    1. Report
  2. Question: ক্রয় মূল্য/বাজার মূল্য যেটি কম পদ্ধতি প্রয়োগ করা হয়

    A
    মজুদ পন্যের প্রতি দফায়

    B
    মজুদ পন্যের শ্রেণীতে

    C
    মোট মজুদ পণ্যে

    D
    উপরের সব

    Note: মজুদ পণ্য মূল্যায়ণের ক্ষেত্রে হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি কাজ করে। এ জন্য মজুদ পণ্য মূল্যায়নে ক্রয় মূল্য বা বাজারে মূল্য যেটি কম সেটি কেই মজুদ পণ্যের মূল্যে ধরা হয়। আর মজুদ পণ্যের জন্য (ক) মজুদ পন্যের প্রতিদফা, (খ) মজুদ পন্যের শ্রেণী বা (ক) মোট মজুদ পণ্য সব গুলোই মজুদ পণ্য হিসেবে গণ্য।
    1. Report
  3. Question: ক্রয়মূল্যের পরিবর্তে আদায়মূল্যে সম্পত্তির মূল্যায়ন নিচের কোনটির অসামঞ্জস্য-

    A
    কালীন অনুমান

    B
    মিলকরণ নীতি

    C
    গুরুত্ব সীমাবদ্ধতা

    D
    চলমান প্রতিষ্ঠান ধারণা

    Note: ঐতিহাসিক মূল্য বা ক্রয় মূল্য নীতি অনুসারে সম্পত্তিকে অবসায়ন মূল্যে লিপিবদ্ধ করা হয়। আর চলমানা প্রতিষ্ঠান সমন্বয় করা হয় না। মূলধন জাতীয় ব্যয় স্বরূপ ইহা সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। এর পর সম্পত্তি গুলোর কর্মক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে ক্রয় মূল্য বিবেচনা করতে হয়। অর্থাৎ সম্পত্তি ব্যবহার অযোগ্য হওয়া পর্যন্ত কখনই অবসায়ন মূল্যে দেখানো হয় না। যদি কখনো অবসায়ন মূল্যে দেখানো হয়ে থাকে, তবে তা চলমান প্রতিষ্ঠান ধারনার সাথে অসামঞ্জস্য হবে।
    1. Report
  4. Question: হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে মজুদ পণ্য ক্রয় বা বাজার মূল্য যেটি কম ভিত্তিতে মূল্যায়ণ করা হয়-

    A
    সামঞ্জস্য

    B
    রক্ষণশীলতা

    C
    ঐতিহাসিক ব্যয়

    D
    মিলকরণ

    Note: হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ নীতি রক্ষণশীলতার নীতি অনুসারে মজুদ পণ্যের মূল্য নিরূপণে বাজার বা ক্রয় মূল্য যেটি কম পদ্ধতেতে ধরা হয়। কারণ এ নীতি অনুসারে সম্ভাব্য আয়কে আয় বলে গণ্য করা হয় না কিন্তু সম্ভাব্য ব্যয়কে ব্যয় বলে গণ্য করা হয়।
    1. Report
  5. Question: মজুদ পণ্য মূল্যায়ণের রীতিগত ভিত্তি হবে-

    A
    সর্বদাই ক্রয় মূল্যে

    B
    সর্বদায় বর্তমান বাজার মূল্যে

    C
    ক্রয়মূল্য ও বাজার মূলের মধ্যে যেটি কম

    D
    কোনটিই নয়

    Note: মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য মূল্যায়ণের ক্ষেত্রে রক্ষণশীলতার নীতি অনুসরণ করা হয়। এ নীতি অনুসারে মজুদ পণ্য মূল্যায়ণে বাজার মূল্য বা ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি লিখা হয়।
    1. Report
  6. Question: হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে উদ্বর্তপত্রে দেনাদারকে নীট আদায়যোগ্য মূল্যে দেখানো হয়-

    A
    সামঞ্জস্যতা

    B
    রক্ষণশীলতা

    C
    ঐতিহাসিক ব্যয়

    D
    মিলকরণ

    E
    বিচক্ষণতা

    Note: দেনাদার এক ধরনের চলতি সম্পদ। আর চলতি সম্পদকে উদ্বর্তপত্রে নীট মূল্যে লিখতে হয়। কারণ হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে কোন সম্পদ কে অতিরিক্ত মূল্যে দেখানো উচিত নয়। কারণ যে কোন সময় উক্ত চলতি সম্পদের পরিবর্তন হতে পারে। এ জন্য প্রতিষ্ঠান যাতে কোন বিরূপ পরিস্থিতির স্বীকার না হয় সে জন্যই এই ব্যবস্থা গ্রহণ করতে হয়। আর এ জন্যই দেনাদার (চলতি সম্পদ) কে উদ্বর্তপত্রে নীট আদায়যোগ্যমূল্যে দেখাতে হয়।
    1. Report
  7. Question: হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়-

    A
    পূর্ণ প্রকাশ

    B
    ঐতিহাসিক মূল্য

    C
    রক্ষণশীলতা

    D
    সামঞ্জস্যতা

    E
    কোনটিই নয়

    Note: হিসাববিজ্ঞানের ঐতিহাসিক বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ হিসাবভুক্ত করা হয়। যমন- ৫০০,০০০ টাকার একটি সম্পদ ক্রয় করা হয়। লেনদেনটি হিসাবের বইতে ৫,০০,০০০ টাকায় লিপিবদ্ধ হবে। একটি হিসাবকাল শেষে সম্পদটির প্রকৃত মূল্যমান ৫,০০,০০০ টাকার চেয়ে কম বা বেশি হলেও হিসাবপত্রে তা ৫,০০,০০০ টাকায় লিপিবদ্ধ হবে। কারণ লেনদেন গুলো লিপিবদ্ধ করার ক্ষেত্রে হিসাবরক্ষকগণ যাতে ইচ্ছামত কোন টাকার পরিমাণ লিপিবদ্ধ না করে সে বিষয়ে ক্রয় মূল্য ধারণা প্রতিরোধক হিসেবে কাজ করে।
    1. Report
  8. Question: হিসাব বিদগণ স্থায়ী সম্পদসমূহ ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করেন এবং ক্রয় পরবর্তী মূল্য সাধারণত হিসাব বহিতে দেখান না। নীচের কোন নীতি/ধারণার কারণে এটি হয়

    A
    সামঞ্জস্য নীতি

    B
    চলমান ব্যবসায় নীতি

    C
    রক্ষণশীলতা

    D
    ঐতিহাসিক ব্যয়

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  9. Question: হিসাববিজ্ঞানের যে নীতি অনুযায়ী উদ্বর্তপত্রে স্থায়ী সম্পত্তি দেখানো হয়, তা হল:

    A
    পূর্ণ প্রকাশ

    B
    সামঞ্জস্যতা

    C
    রক্ষণশীলতা

    D
    ঐতিহাসিক ব্যয়

    E
    বিচক্ষণতা

    Note: GAAP সমর্থিত হিসাববিজ্ঞানের নীতিমালার একটি গুরুত্বপূর্ণ নীতি হল ঐতিহাসিক ব্যয় বা ক্রয়মূল্নীতি। ঐ নীতি অনুসারে স্থায়ী সম্পত্তিকে উদ্বর্তপত্রে দেখানো হয় এবং ক্রয় পরিবর্তিত মূল্য হিসাবে অন্তর্ভুক্ত হয় না।
    1. Report
  10. Question: হিসাব বছরের মোট আয় হতে ঐ বছরের প্রকৃত ও সম্ভাব্য ব্যয় বাদ দিয়ে নীট মুনাফা নির্ণয় করা হয়। ইহা হিসাববিজ্ঞানের কোন নীতির আওতাভুক্ত?

    A
    চলমান কারবার নীতি

    B
    ম্যাচিং নীতি

    C
    ব্যয় নীতি

    D
    ব্যবসায়িক সত্ত্বা নীতি

    E
    আয় স্বীকার নীতি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd