ব্যাংক সমন্বয় বিবরণী
 
  1. Question: ব্যাংক সমন্বয় বিবরণী এমন একটি বিবরণী যাহা-

    A
    যখন জমাতিরিক্ত টাক উত্তোলিত হয় তখন ব্যাংক কর্তৃক প্রেরিত

    B
    আমাদের নগদান বহিতে প্রদর্শিত জেরে সহিত ব্যাংকের বিবরণীতে প্রদর্শিত জের যাচাই করণের জন্য আমরা প্রস্তুত করে থাকি

    C
    জমাদান বহির সাথে মিলিয়ে দেখার জন্য ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত

    D
    যখন আমর কোন ভুল করে থাকি তখন ব্যাংক কর্তৃক প্রেরিত হয়

    Note: কোন নির্দিষ্ট সময় শষে জমাদানকারী বা আমানতকারী কর্তৃক সংরক্ষিত নগদান বইয়ের ব্যাংক জের ও পাশ বইয়ের বা ব্যাংক কর্তৃক রখ্ষিত জমাদানকারীর হিসাবের জেরে মধ্যে যে গরমিল বা পার্থক্য সৃষ্টি হয় তা দূর কার লক্ষ্যে জমাদানকারী বা আমানতকারী কর্তৃক প্রস্তুতকৃত আলাদা কাগজের বিবরণী হল ব্যাংক সমন্বয় বিবরণী।
    1. Report
  2. Question: নীচের কোন ঘটনাটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে বিবেচিত হয় না-

    A
    ব্যাংক কর্তৃক চার্জকৃত আদায় খরচ

    B
    দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি

    C
    ব্যাংকে জমাকৃত কিন্তু প্রত্যাখ্যাত

    D
    ব্যাংকে দেনাদার কর্তৃক সরাসরি জামাকৃত অর্থ

    Note: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় ব্যাংক কর্তৃক রক্ষিত পাশ বাই ও জমাদানকারী কর্তৃক রক্ষিত নদান বইয়ের ব্যাংক হিসাবের জেরে গরমিল দূর করার উদ্দেশ্যে। সুতরাং যে সকল কারণে উক্ত দুটি বইয়ের মধ্যে গরমিল তৈরি হয়, সে সকল বিষয় সমূহ শুধুমাত্র ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে। অতিএব (ক) এর বক্ত্যটি দ্বারা বুঝায় যে ব্যাংক কর্তৃক জমাদানকারীর হিসাব থেকে কিছু টাকা কমিয়ে দেয়অ বা জামাদানকারী হিসাব কে ডেবিট করা হয়েছৈ ব্যাংকের বিইয়ে। এ ঘটনাটির জন্য দুই বইয়ের গরমিল হতে পারে। ফলে এটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে বিবেচিত হবে। (খ) বিষয়টি বিবেচিত হবে না কারণ- এটি বা এ বিষয়টি ব্যাংকের বইতে ব্যাংক হিসাবে বা পাশ বইয়ে কোন প্রভাব পড়বে না। অর্থাৎ ব্যাংক আমাদের হয়ে এ ধরনের হিসাব সংরক্ষণ করে না। (গ) এর বিষয়টিও ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে বিবেচিত হবে। কারণ- এটির দ্বারা পাশ বই ও নগদান বইয়ের ব্যাংক হিসাবের জেরের মধ্যে গরমিল তৈরি হতে পারে (ঘ) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদিলে ব্যাংক তা লিপিবদ্ধ করে এবং তা যতদিন পর্যন্ত জমাদানকারীকে জানানো না হয় ততদিন পর্যন্ত জমাদানকারী তার বইয়ে লিপিবদ্ধ করে না। ফলে দুই বইয়ের মধ্যে পার্থক্য তৈরি হয়। অতএব এ বিষয়টিও বিবেচিত হয়।
    1. Report
  3. Question: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংকের বইয়েল জের হতে নীচের কোনটি বিয়োগ করতে হয়?

    A
    ব্যাংকের সার্ভিস চার্জ

    B
    বকেয়া চেকসমূহ

    C
    টাকা নাই বলে ফেরত চেকসমূহ

    D
    ট্রাণজিটে জমা

    Note: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় শেষে তা রনগদান বইয়ের ব্যাংক ঘরের উদ্বত্ত ও পাশ বইয়ের উদ্বৃত্ত ও পাশ বইয়েল উদ্বৃত্তের মধ্যকার গরমিল দূর করায় লক্ষ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ব্যাংকের বইয়ের জেরে সাথে ‘ক’ ব্যাংকের সার্ভিস চার্জ যোগ করতে হয়। ‘খ’ বকেয়া চেক সমূহ বাদ বা বিয়েঅগ করে দেখাতে হয়, কারণ- চেক প্রদানের সময় নগদান বইয়ে বাদ দিয়ে দেখানো হয়েছিল। ‘গ’ যোগ দিয়ে দেখাতে হবে ‘ঘ’ বিষয়টিও যোগ দিয়ে বাদ দিয়ে দেখানো হয়েছিল। ‘গ’ যোগ দিয়ে দেখাতে হবে ‘ঘ’ বিষয়টিও যোগ দিয়ে দেখাতে হয়।
    1. Report
  4. Question: ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের সময় বকেয়া চেক সমূহের অর্থ যা করা হয় তা হলো-

    A
    ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জেরের সাথে যোগ দিয়ে দেখাতে হয়

    B
    ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জেরের সাথে বাদ দিয়ে দিতে হয়

    C
    জমাদানকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জেরের সাথে যোগ দিয়ে দেখাতে হয়

    D
    জমাদানকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জেরের সাথে বআদ দেয়া হয়।

    Note: ব্যাংক মিলকরণ বিবরণী তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো জাদানকারী কর্তৃক রক্ষিত ব্যাংক হিসাব ও ব্যাংক কর্তৃক রকিষত ব্যাংক হিসাব ও ব্যাংক কর্তৃক রক্ষিত পাশ বইয়ের হিসাবের গরমিল দূর করা । এ বিবরণী তৈরী করার সময় বকেয়া চেক সমূহ ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জের থেকে বাদ দিতে হয়। কারণ- বকেয়া চেক বলতে সেই সকল চেককে বুঝায় যা জমাদানকারী কর্তৃক ইস্যুকরা হয়েছিল কিন্তু ব্যাংক কর্তৃক এখন পর্যন্ত পরিশোধ করেনি। সুতরাং জমাদানকারী কর্তৃক রক্ষিত হিসাবের সাথে ব্যাংকের রক্ষিত হিসাবের সমতা করতে হলে উক্ত চেক সমূহ ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জের হতে বাদ বা বিয়োগ করতে হবে।
    1. Report
  5. Question: ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকের উপস্থাপিত না হওয়া চেক-

    A
    ব্যাংক জেরে সাথে যোগ দিতে হবে

    B
    ব্যাংক জের হতে বাদ দিতে হবে

    C
    নদান হিসাবের জেরে সাথে যোগ দিতে হবে

    D
    ব্যাংক জমা দিতে হবে

    Note: জমাদানকারী কর্তৃক যে সকল চেক সমূহ পাওনাদারকে ইস্যু করা হয়েছিল কিন্তু তা সময় মতো ব্যাংকে উপস্থপন করা হয়নি (পাওনাদার কর্তৃক) সে সকল চেককে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় ব্যাংক জের হতে বাদ দিতে হবে। কারণ- যখন জকাদানকারী কর্তৃক চেক ইস্যুকরা হয়েছিল তখন সে উক্ত চেকের জন্য তার হিসাবের বইতে বাদ দিয়ে দেখিয়ে ছিল। আর ব্যাংকে উপস্থাপন না করার ফলে এখন পর্যন্ত তা পরিশোধিত হয় নি। সুতরাং ব্যাংকে রক্ষিত বহিতে উক্ত চেকের জন্য টাকা বেশি দেখানো হয়েছে। ফলে এখন ব্যাংক জের হতে বাদ দিলে দুই বইয়ের জের সমান হবে।
    1. Report
  6. Question: ‘কে’ কোম্পানি কর্তৃক এর পাওনাদার রবনিকে একটি 785 টাকার চেক প্রদান করা হলো। কিন্তু নগদান বহিতে লিপিবদ্ধ করায় সময় ভুল বশত 658 টাকা লিখা হল। ব্যাংক চেকটি সঠিক ভাবে লিপিবদ্ধ করেছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কালে উক্ত ভুলের জন্য কি করতে হবে?

    A
    নগদান বইয়ের জেরের সাথে 785 টাকা যোগ করতে হবে

    B
    নগদান বইয়ের জেরের সাথে 658 টাকা বিয়োগ করতে হবে

    C
    পাশ বইয়ের জেরের সাথে 758 টাকা বিয়োগ করতে হবে

    D
    নগদান বইয়ের জেরের সাথে 127 টাকা যোগ করতে হবে

    E
    নগদান বইয়ের জেরের সাথে 127 টাকা বিয়োগ করতে হবে

    Note: লেনদেনটির ফলে, উক্ত ‘কে’ কোম্পানির নগদান হতে 785 টাকার বিয়োগ করতে হবে। কিন্তু ভুল করে নগদান বইয়ে 658 টাকা লিখা হয়েছে। ফলে, (785-658) = 127 টাকা নগদান বইয়ে কম বিয়োগ করা হয়েছে। যেহেতু ব্যাংক সঠিকভাবে লেনদেনটি লিপিবদ্ধ করেছে, সেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বিইয়ের জের হতে এখন 127 টাকা বিয়োগ করতে হবে।
    1. Report
  7. Question: ব্যাংক তা গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে যা গ্রাহক এখনও জানে না। ব্যাংক মিলকরণ বিবরণীতে এ সেবা সম্পর্কীয় হিসাব কিভাবে জানে না। ব্যাংক মিলকরণ বিবরণীতে এ সেবা সম্পর্কীয় হিসাব কিভাবে দেখাবে?

    A
    ব্যাংক ব্যালেন্সের সাথে 100 যোগ করা

    B
    ব্যাংক ব্যালেন্স থেকে 100 বিয়োগ করা

    C
    ক্যাশশ ব্যালেন্সের সাথে 100 যোগ করা

    D
    ক্যাশশ ব্যালেন্সের সাথে 200 যোগ করা

    E
    ক্যাশশ ব্যালেন্সের সাথে 100 বিয়োগ করা

    Note: ব্যাংক তার মক্কেলকে বা গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে বা চার্জ করেছে অর্থাৎ ব্যাংক তার হিসাব অনুযায়ী তার গ্রাহকের হিসাব হতে 100 টাকা কেটে নিয়েছে। যেহেতু ব্যাপারটা গ্রাহক এখনও জানে নাই। সেহেতু দুটি বইয়ের মধ্যে গরমিল দেখা দিবে। আর এ গরমিল সংশোধনের জন্য ব্যাংক মিলকরণ বিবরণীতে গ্রাহককে তার হিসাব হতে 100 টাকা কমিয়ে দিতে হবে।
    1. Report
  8. Question: ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল 4,800 টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে 1,480 টাকা । ব্যবসা প্রতিষ্ঠান একটি 600 টাকা চেক একজনকে দিয়েছে যা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবদ 300 টাকা দেখিয়েছে। ব্যাংক পাশ বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছে?

    A
    5,380

    B
    3580

    C
    3,620

    D
    3,020

    E
    7,180

    Note: ব্যাক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বইয়ের স্থিতি অনুসারে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, প্রদত্ত চেক উপস্থাপিত না হওয়া প্রভৃতি যোগ করা হয় এবং ব্যাংক কোন চার্জ গ্রহণ করলে তা বাদ দিয়ে দেখানো হয়। সুতরাং এখানে পাশ বইয়ের স্থিতি হবে- = (4800+1480+600-300) টাকা = 35,80 টাকা।
    1. Report
  9. Question: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ‘ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাবে সরাসরি জমা’কে-

    A
    নগদান বহিতে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে

    B
    ব্যাংকের পাসবহি অনুসারে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে

    C
    নগদান বহির ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে

    D
    ব্যাংকের পাসবই অনুসারে ব্যাংকের জেরে সাথে যোগ করতে হবে

    E
    কোনো সমন্বয়ের দরকার নেই

    Note: ক্রেতা কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিলে ব্যাংক হিসাব বৃদ্ধি পায়। সে কারণে ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদান বইয়ের ব্যাংকের জেরে সাথে যোগ করতে হয়।
    1. Report
  10. Question: নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীর বিষয় নয়?

    A
    একজন সরবরাহকারীকে 10,000 টাকার চেক দেয়া হয়েছে কিন্তু তা ব্যাংকে উপস্থাপন করা হয়নি

    B
    একজন ক্রেতার নিকট থেকে 12,000 টাকার একটি চেক পাওয়া গেছে কিন্তু তা ব্যাংকে জমা দেয়া হয়নি

    C
    ব্যাংক 1500 টাকা ব্যাংক চার্জ এর জন্য মক্কেলের হিসাব ডেবিট করেছে

    D
    ব্যাংক 15,000 টাকার স্থলে 52,000 টাকার একটি চেক প্রত্যাখান করেছে

    E
    পোষট ডেটের জন্য ব্যাংক 51,000 টাকার একটি চেক প্রত্যাখান করেছে

    Note: নগদান বইয়ের ব্যাংক কলামে এন্ট্রি করা হয়েছে কিন্তু পাশ বয়ে এন্ট্রি করা হয় নাই অথবা পাশ বইয়ে বা ব্যাংক হিসাবে এন্ট্রি করা হয়েছে কিন্তু নগদান বইয়ের ব্যাংক করা হয় নাই। এমন সকল ঘটানা ব্যাংক সমন্বয় বিবরণীর অন্তর্ভুক্তির বিষয়। প্রদত্ত Option গুলোর মধ্যে ‘খ’ এর ঘটনা নগদান বই এর ব্যাংক কলাম অথবা পাশ বই কোনটাতেই এন্ট্রি করা হয় নাই। কারণ কারো কাঝ থেকে চেক পেয়ে ব্যাংক জমা দেয়ার পূর্ব পর্যন্ত তা নগদ টাকা হিসেবে নগদান বইয়ের নগদ কলামে দেখানো হয়।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd