Question:‘এ’ লিমিটেড অফিসের জন্য 10,000 টাকার অতিরিক্ত উপকরণ ক্রয় করল এবং এর জন্য 30 দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য একটি নোটে স্বাক্ষর করল। হিসাব সমীকরণের সংখ্যায় কোন পরিবর্তনটি সংঘঠিত হবে?
A উদ্বর্তপত্রের মোট যোগফলের কোন পরিবর্তন হবে না
B সম্পত্তি বৃদ্ধি পাবে এবং ব্যয় হ্রাস পাবে
C সম্পত্তি ও দায় উভয়ই বৃদ্ধি পাবে
D দায় বৃদ্ধি পাবে ও সম্পত্তি হ্রাস পাবে
+ Explanationউপকরণ ক্রয় করায় উপকরণ (সরঞ্জাম) নামক হিসাব ডেবিট করতে হবে। ফলে উপকরণ (সরঞ্জাম) নামক সম্পত্তি বৃদ্ধি পাবে। এবং উপকরণ ক্রয়ের মূল্য পরিশোধের জন্য নোটে স্বাক্ষর করায় দেয়/প্রদেয় নোট হিসাব ক্রেডিট করতে হবে। ফলে দেয়/প্রদেয় নোট নামক দায় বৃদ্ধি পাবে। অর্থাৎ লেনদেনটির জন্য সম্পদ ও দায় উভয়ই বৃদ্ধি পাবে।