Question:আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো:
A সংশ্লিষ্ট পকষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা
B বৎসর শেশে আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা
C সকল তথ্যের লিপিবদ্ধকরণ
D মুনাফা অর্জন
/456
+ Answer
A
+ Explanation(ক) তথ্য ব্যবহারকারীদের জানানোর জন্য কারবার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে (খ) বৎসর শেষে আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করা হয় কারবারের উন্নতি ও অবনতি (অবস্থা) জানার জ্য ও তথ্য ব্যবহারকারীদের জানানোর জন্য (গ) সকল তথ্যসমূহ লিপিবদ্ধ করা হয়। (ঘ) মুনাফা অর্জন হলো ব্যাবসায়ের মূখ্য উদ্দেশ্য।