+ Explanationপুঞ্জিভূত অবিচল হল, কোন সম্পত্তির বিপরীতে মুনাফা বা লাভ থেকে একটি আনুমানিক অংশ সঞ্জয় করে রাখা যাতে উক্ত সম্পত্তিটি অকর্মক্ষম হয়ে গেলে সহজ্ নতুন সম্পত্তি ক্রয় করা যায়। সুতরাং অবচয় সঞ্চিতি (ক) কোন ব্যয় নয় (খ) কোন অলিখিত আয় নয় কিংবা (গ) কোন দায় নয়। বরং (ঘ) এটি একটি বিপরীত বা প্রতি সম্পত্তি।