+ Explanationহিসাবের সংজ্ঞায় বলা হয়েছে যে, লেনদেন সমূহকে দ্বৈত সত্তায় বিশ্লেষণ করে উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে, শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে। এ সজ্ঞা থেকে সহজেই বোঝা যায় যে, একমাত্র ‘ঘ’ ই উক্ত প্রশ্নের জন্য সর্বোচ্চ সঠিক উত্তর।