A পাওনাদারের কাছ থেকে 500 টাকার পণ্য ক্রয়
B 3,000 টাকার দেয় বিল পরিশোধ করা হয়
C দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করা হল
D প্রতিষ্ঠানের মালিক কর্তৃক 800 টাকা উত্তোলন
+ Explanation(ক) এই লেনদেনটির ফলে পাওনাদার 500 টাকা বাড়বে, এবং ক্রয় 500 টাকা বাড়বে। নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয়কে সাধারণত বিক্রয় না করা পর্যন্ত গুদামে রাখা হয় মজুদ পণ্য হিসেবে। মজুদ পণ্য সম্পদ হিসেবে দেখানো হয়। সুতরাং লেনদেনটর ফলে সম্পদ 500 টাকা বৃদ্ধি পাবে ্টবেং দায় (পাওনাদার) 500 টাকা বাড়বে। অর্থাৎ এটির দ্বারা উদ্বর্তপত্রের মোট যোগফলের পরিবর্তন সাধিত হবে/মোট যোগফল প্র্রবাবিত হবে। (খ) এ লেনদেনটির ফলে 3,000 টাকা) কমে যাবে। ফলে উদ্বর্তপত্রের মোট যোগফল প্রভাবিত হবে। (গ) এটির কারণে দেনাদার (সম্পদ) 4,000 টাকা কমবে এবং নগদ টাকা (সম্পদ 3,000 টাকা) কমে যাবে। ফলে উদ্বর্তপত্রের এক পাশ্র্বে অর্থাৎ শুধুমাত্র সম্পত্তির (সম্পদ কমবে ও বাড়বে) পরিবর্তন সাধিত হবে। অর্থাৎ উদ্বর্তপত্রের মোট যোগ ফলের কোন পরিবর্তন হবে না। ঘ. এটির ফলে নগদ টাকা (সম্পদ 800 টাকা) কমে যাবে আবার উত্তোলনের দ্বারা মালিকের স্বত্ত্ব (অন্তঃদায়) কমে যাবে। ফলে উদ্বর্তপত্রের মোট যোগ ফল প্রভাবিত হবে।