C এটি হিসাবকালে রেভিনিউ আয় অর্জনের সাথে সম্পৃক্ত ব্যয় নির্দেশ করে
D উপরের সবকটি
/456
+ Answer
C
+ Explanation(ক) ব্যয়/খরচ জাতীয় হিসাব সমূহ প্রতিষ্ঠানের ব্যয় নির্দেশ করে। ফলে এগুলো কখনও প্রতিষ্ঠানের মুনাফা বাড়ায় না, বরং কমায়। সুতরাং ‘ক’ Option সঠিক নয়। (খ) খরচ/ব্যয় বা খরচ জাতীয় হিসাব সমূহ কখনও ক্রেডিট জের প্রকাশ করে না, ডেবিট জের প্রকাশ করে। ফলে এটিও মিথ্যা। (গ) মুনাফা বা াআয়ের আশায় ব্যয় বা খরচ করা হয়ে থাকে। সুতরাং এগুলো নির্দিষ্ট হিসাবকালের অর্জিত আয়ের বিপরীতে ব্যয় নির্দেশ করে। (ঘ) ক ও খ সঠিক না হওয়ায় (ঘ) সঠিক নয়।