A সম্পত্তি, ব্যয় ও রাজস্ব আয়
B সম্পত্তি, ব্যয় ও মালিকের মূলধন
C সম্পত্তি, ব্যয় ও মালিক কর্তক টাকা উত্তোলন
D সম্পত্তি, মালিক কর্তৃক টাকা উত্তোলন ও ব্যয়সমূহ
+ Explanationহিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র থেকে আমরা জেনেছি যে, সম্পদ, ব্যয় উত্তোলন, প্রভৃতি ডেবিট নির্দেশক হিসাব এবং এগুলো সাধারণত ডেবিট জের প্রকাশ করে থাকে। কখনও ক্রেডিট জের প্রকাশ করে না। আবার মালিকের পাওনা বা মূলধন, আয় বা রাজস্ব, দায় প্রভৃতি ক্রেডিট নির্দেশক এবং এগুলো ক্রেডিট জের প্রকাশ করে, স্বাভাবিক ভাবে কখনও ডেবিট জের প্রকাশ করে না।