+ Explanationকোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্দেশক উপাদান সমূহ হল সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ত্ব। হিসাব সমীকরণ এদের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। আর (ক) লেনদেনের মাধ্যমেই প্রতিষ্ঠনের আর্থিক অবস্থা প্রভাবত হয়। (খ) আয়-ব্যয় বিবরণী (গ) রেওয়ামিল (ঘ) দাখিলা এ গুলো কখনও আর্থিক অবস্থায় প্রভাব বিস্তার করে না। লেনদেনের দ্বারা আর্থিক অবস্থা প্রভাবত হরে হিসাব সমীকরণ ও প্রভাবিত হয়।