+ Explanationপ্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Opthin গুলোর মধ্যে (ক) উত্তোলন ও নগদ কমে যাওয়া Option টিতে নগদ কমে গেলে পরোক্ষ ভাবে মালিকানা স্বত্ত্ব কমে যায় বা হ্রাস পায় কিন্তু উত্তোলন কমে গেলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পায় না। অতএব, Option টি সঠিক উত্তরের জন্য গ্রহণযোগ্য নয়। (খ) খরচ ও দায় বেড়ে যাওয়া Option টিতে খরচ বেড়ে যাওয়ার ফলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পেলেও দায় বেড়ে যাওয়ায় মালিকানা স্বত্ত্ব কমে যাবে অথবা অপরিবর্তীত থাকবে, কারণ হিসাব সমীকরণে দায় বৃদ্ধি পেতে পারে অথবা অপরিবর্তীত থাকতে পারে। কারণ হিসাব সমীকরণে দায় কমলে মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায় এবং খরচ কমে গেলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পায়। সুতরাং এ Option টিও সঠিক ভাবে শুদ্ধ নয়। (ঙ) উত্তোলন ও দায় কম যাওয়া Option টিতে উত্তোলন কমে গেলে মালিকানা স্বত্ত্ব কমে না এবং দায় কমলে মালিকানা স্বত্ত্ব বাড়ে অথবা সম্পদ কমে যায়। ফলে এ Option টিও সঠিক উত্তর হিসেবে তার গ্রহণযোগ্যতা হারায়। (গ) উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া Option টিতে উভয় কারণেই মালিকানা স্বত্ত্ব হ্রাস পাবে। সুতরাং প্রশ্নটির জন্য এ Optionটি সঠিক উত্তর হিসেবে সম্পূর্ণ গ্রহণযোগ্য।