+ Explanationযে সকল লেনদেনের দুটি পক্ষের সাথে কোন বাহ্যিক পক্ষ জড়িত নয়, শুধুমাত্র অভ্যন্তরীণ পক্ষ জড়িত তাদেরকে অভ্যন্তরীণ লেনদেন বলা হয়। যেমন ঃ সম্পত্তির অবচয়, পর্বেক্রীত কোন সম্পত্তি ব্যবহার ইত্যাদি। প্রশ্নটির Option গুলোর মধ্যে সম্পত্তি ক্রয়, দায় পরিশোধ, সেবা প্রদান ও খরচ পরিশোধ যার প্রতিটির সাথে বাহ্যিক পক্ষ্য জড়িত শুধুমাত্র অফিস মনিহারী দ্রব্য ব্যবহার লেনদেনটির সাথে কোন বাহ্যিক পক্ষ সরাসরি সংশ্লিষ্ট নয়।