Question:একটি লেনদেন মোট সম্পত্তি ও মোট দায় উভয়ই 10,000 টাকা হ্রাস করে। এই লেনদেনটি হতে পারে-
A নগদে 10,000 টাকা মূল্যের একটি প্রিন্টার ক্রয়
B 10,000 টাকা মূল্যের সম্পত্তি আগুনে নষ্ট হয়েছে
C 10,000 টাকার ব্যাংক ঋণ পরিশোধ
D পাওনাদারকে 10,000 টাকা প্রদান করা হল
E বাকীতে পণ্য ক্রয়
+ Explanationমোট সম্পত্তি ও দায় বা মালিকানা হ্রাসবৃদ্ধি হলে পরিমাণগত বা নীট পরিবর্তন।
সুতরাং, এমন লেনদেন হতে হবে যার দ্বারা সম্পত্তি ও দায় এর হ্রাস ঘটায়। প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে গ এর লেনদেনটির ফলে সম্পত্তি ও দায় ঋভয়ই হ্রাস পায়। কারণ লেনদেনটির জাবেদা হলো- ব্যাংক ঋণ হিঃ ডেঃ নগদান হিঃ ক্রেঃ।
ঋণ হচ্ছে দায় জাতীয় হিসাব। এর বৃদ্ধিতে ক্রেডিট হয়। আর কমে গেলৈ বা হ্রাস পেলে ডেবিট করা হয়।
আবার, নগদান হলে সম্পত্তি বাচক হিসাব যার বৃদ্ধিতে ডেবিট এবং হ্রাসে ক্রেডিট । সুতরাং লেনদেনটির ফলে ঋণনামক দায় হ্রাস পাবে এবং নগদ নামক সম্পদ হ্রাস পাবে।