Question:বিক্রয় জাবেদার যোগফল অন্তর্ভুক্ত হয়-
A সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট পাশ্র্বে
B বিক্রয় খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট পাশ্র্বে
C সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট পাশ্র্বে
D দৈনিক বিক্রয় বহির ডেবিট দিকে
+ Explanation(খ) বিক্রয় খতিয়ান বা বিক্রয় হিসাবের সাধারণ হিসাব নামে কোন হিসাব নেই এবং তার ক্রেডিট বা ডেবিট কোন পাশ্র্ব ও নেই। ফলে এটি সঠিক উত্তর হবে না। (গ) সাধারণ খতিয়অনের বিক্রয় হিসাবের ডেবিট পাশ্র্ব দ্বারা বিক্রয় হিসাব এর হ্রাস বুঝায়। কিন্তু বিক্রয় জানেদার যোগফল দ্বারা বিক্রয় হিসাব ও দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি বুঝায়। ফলে এটি ও উত্তর হতে পারে না। (ঘ) দৈনিক বিক্রয় বহিতে শুধুমাত্র দৈনিক ধারে বা বাকীতে বিক্রয় লিপিবদ্ধ করা হয়। ফলে এটি ও উত্তর হতে পারে না। যেহেতু বিক্রয় জাবেদার যোগফল দ্বারা বিক্রয় হিসাব ও প্রাপ্য বা দেনাদার বৃদ্ধি বোঝায়। সুতরাং বিক্রয় জাবেদার যোগফল দ্বারা বিক্রয় হিসাব ও প্রাপ্য বা দেনাদার বৃদ্ধি বোঝায়। সুতরাং বিক্রয় জাবেদার যোগফল (ঙ) সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট পার্শে অন্তর্ভুক্ত বা লিখা হয় বা দোখানো হয়?