Question:একটি নির্দিষ্ট সময়কালে বিক্রয় লেনদেগুলি ছিল নিম্নরূপ- (1) করিমের নিকট ধারে বিক্রয় 50,000 টাকা (2) কালামের নিকট নগদ বিক্রয় 35,000 টাকা (3) রোকনের নিকট বাকীতে বিক্রয় 25,000 টাকা (4) করিম কর্তৃক বিক্রীত মাল ফেরত 5,000 টাকা। বিক্রয় বিহিতে মোট কত টাকা হবে?
A 1,10,000 টাকা
B 1,05,000 টাকা
C 70,000 টাকা
D 75,000 টাকা
+ Explanationশুধুমাত্র বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় বিক্রয় বহিতে। ফলে (2) কালামের নিকট নগদ বিক্রয় 35,000 টাকা এবং (4) করিম কর্তৃক বিক্রীত মাল ফেরত 5,000 টাকা লেনদেন দুটি বিক্রয় বহিতে লেখা হবে না। শুধুমাত্র (1) করিমো নিকট ধারে বিক্রয় 50,000 টাকা এবং (3) রোকনের নিকট বাকীতে বিক্রয় 25,000 টাকা লেনদেন দুটি বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হবে। ফলে বিক্রয় বহিতে মোট (50,000 + 25,000) = 75,000 টাকা লিপিবদ্ধ করা হবে।