Question:ক্রয় জাবেদার প প্রতিটি এন্ট্রির জন্য- একটি করে এন্ট্রির প্রয়োজন হয়-
A সাধারণ জাবেদায়
B ক্রয় জাবেদায়
C দেয় হিসাব খতিয়ানে
D কোনটিই নয়
/226
+ Answer
C
+ Explanationধারে ক্রয় সংক্রান্ত ক্রুটির জন্য ক্রয় জাবেদায় এন্ট্রির প্রদান করা হয়। ধারে ক্রয় এর সাথে সংশ্লিষ্ট পক্ষ দুটি হল। (1) ক্রয় হিসাব ও (2) পাওনাদার/দেয় হিসাব। সুতরাং ক্রয় জাবেদার প্রতিটি এন্ট্রির জন্য একটি করে এন্ট্রির প্রয়োজন হয় দেয় হিসাব খতিয়ানে।