+ Explanation(ক) ক্রয় ফেরত বইতে লেখা হয় ক্রীতমাল বিক্রেতাকে কোন লেখা হয়কারণবশত ফেরত দিলে। আর বিক্রিত পণ্য ক্রেতা কোন কারণবস ফেরত পাঠালে লেখা হয় (খ) বিক্রয় ফেরত বইতে। বাকীতে পণ্য/মাল ক্রয় করে বিলে স্বীকৃতি দিলে লেখা হয় (গ) প্রদেয় বিল বইতে। আর বাকীতে মাল বিক্রয় েকরে ক্রেতার কাছ থেকে বিলে স্বীকৃতি পেলে লেখা হয়। (ঘ) প্রাপ্য বিল বইতে। অর্থাৎ গ্রাহকগণের নিকট হতে বিল স্বীকৃতি পেলে লেখা হয় প্রাপ্য বিল বইতে।