+ Explanationএকটি হিসাবকালের শেষে প্রদত্ত সমন্বয় দাখিলাকে উল্টো করে পরবর্তী হিসাবকালের শুরুতে বিপরীত দাখিলা প্রদান করে নতুনর বছরের শুরুতে কিছু কিছু হিসাবের (খতিয়ানে) কিছু অস্বাভাবিক হিসাবের জের দেখা দেয়। যেমন, বকেয়া ব্যয়ের বিপরত দাখিলা প্রদান করায় ব্যয় হিসাবের ক্রেডিট জের, বকেয়া আয়ের বিপরীত দাখিলা প্রদান করায় আয় হিসাবে ডেবিট জের। যা কি না নিতান্তই অস্বাভাবিক। সুতরাং বকেয়া ভাড়া ব্যয় হিসাবের ব্পিরীত দাখিলঅ প্রদানের ফলে ভাড়া ব্যয় হিসাবে ক্রেডিট জের থাকা মানে কোঝায় যে ভাড়া ব্যয় বকেয়া আছে।