Question:রহমান লিমিটেড 50,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। উহার পরিবহন খরচ 200 টাকা, এবং সংস্থাপন 2,000 টকা মেশিনটি চালু করার আগে রং খরচ 1,000 টাকা। এক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে?
A 50,000 টাকা
B 52,000 টাকা
C 52,200 টাকা
D 53,000 টাকা
E 51,800 টাকা
+ Explanationকোন সম্পত্তি ক্রয় বা অর্জন করতে বা কার্য উপযোগী বা ব্যবহার মেশিন হিসাবে লিপিবদ্ধ বা ডেবিট করতে যে পরিমাণ টাকা খরচ হয় ঠিক তত টাকা দ্বারাই মেশিন হিসাবে লিপিবদ্ধ বা ডেবিট করতে হবে। প্রশ্নটিতে বলা হয়েছে একটি মেশিন (সম্পত্তি) ক্রয় 50,000 টাকা, বহন খরচ 200 টাকা, সংস্থাপন খরচ 2,000 টাকা ও রং খরচ 1,000 টাকা। এসবকগুলো খরচের সমষ্টিকেই মেশিন হিসাবে ডেবিট করতে হবে। সুতরাং মেশিন হিসাবে (50,000+200+2000+1000) =53,200 টাকা ডেবিট করতে হবে।