Question:ব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হল। এর জাবেদা হবে:
A ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট
B নগদ ডেবিট, ঋণ ক্রেডিট
C নগদান ডেবিট, ব্যাংক ডেবিট
D নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট
E ব্যাংক ক্রেডিট, নগদান ক্রেডিট
/226
+ Answer
D
+ Explanationব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হল। লেনদেনটিতে দ্বৈতসত্ত্বায় বিশ্লেষণ করলে নগদ ও ব্যাংক নামক দুটি পক্ষ পাওয়া যায়। ব্যবসায়ে নগদ টাকা (সম্পত্তি) বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক হতে টাকা চলে যাওয়ায় ব্যাংক নামক সম্পত্তি হ্রাস পেয়েছে। হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র অনুসমারে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেটর, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিটর।