Question:নিচের হিসাবগুলোর কোনটি কখনো সমাপনী-উত্তর রেওয়ামিলে যায় না?
A অনার্জিত রাজস্ব
B প্রদেয় লভ্যাংশ
C প্রদেয় সুদ
D পুঞ্জিভূত অবচয়
E আয়কর খরচ
/226
+ Answer
E
+ Explanationসমাপনী দাখিলা শেষে শুধুমাত্র বাস্তব বা স্থায়ী হিসাবসমূহ নিয়ে সমাপনী উত্তর রেওয়ামিল প্রস্তুত করা হয়। প্রদেয় বা বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং বকেয়া আয়, অগ্রীম আয় এতে অন্তর্ভূক্ত হয়। এতে কোন প্রকার ব্যয় ও আয় অন্তর্ভুক্ত হয় না। এখানে আয়কর খরচ ব্যয় বাচক হিসাব। সুতরাং আয়কর খরচ সমাপনী উত্তর রেওয়ামিলে আসবে না।