+ Explanation(ক) কারবারের লাভ/লোকসান জানার জন্য প্রস্তুত করা হয় লাভ-ক্ষতি হিসাব বা লাভ-লোকসান হিসাব। (গ) কারবারে আর্থিক অবস্থা নিরূপণের জন্য তৈরী করা হয় চূড়ান্ত হিসাব। আর সঠিক ভাবে আর্থিক অবস্থা জানতে হলে যাবতীয় হিসাব হতে হবে শুদ্ধ বা নির্ভুল। আর হিসাব বইয়ের এ (খ) গাণিতিক শুদ্ধা যাচাই করার জহন্য তৈরি করা হয়। রেওয়ামিল।