+ Explanationসাময়িকভাবে ভুল সংশোধনের জন্র অনিশ্চিত হিসাব ডেবিট বা ক্রেডিট করতে হয়। হিসাবের বইতে ভুল দাখিলার দ্বারা যদি রেওয়ামিলের ডেবিট বা ক্রেডিট যে কোন পাশের যোগফল বেশী হলে তা ‘ক’ এক দিকের ভুল হবে। ‘খ’ দুই দিকের ভুল সমান হলে রেওয়ামিল মিলে যাবে। ‘গ’ সব ধরনের ভুলের জন্য অনিশ্চিত হিসাবের প্রয়েঅজন হয় না। ‘ঘ’ একটি ভুল দ্বারা আরেকটি ভুল সংশোধন হলে তা দ্বারা রেওয়ামিল অমিল হয় না।