Question:নিম্ন লিখিত কোন ভুলটি রেওয়মিলের মাধ্যমে উদঘাটিত হবে?
A করিমের নিকট প্রাপ্ত 574 টাকা চেক করিমের হিসাবে 475 টাকায় লিখিত হয়
B বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয় হিসতাবে লিপিবদ্ধ করা হয়
C 300 টাকার ধারে বিক্রিত পণ্য দুতরফা হিসাবে 30 টাকায় লিখিত হয়
D 250 টাকার ক্রয় সম্পূর্ণভাবে হিসাবে লেখা বাদ পড়ে
+ Explanationকারণ ^rarr^ Option (ক)-তে উল্লেখিত লেনদেনটির সঠিক জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 574 টাকার চেক করিমের হিসাবে 475 টাকা। এখাানে শুধু করিমের হিসাবে প্রাপ্ত 574 টাকার পরিবর্তে 475 টাকা লেখা হয়েছে। অর্থাৎ করিম হিসাবকে (574-475) =99 টাকা কম লেখা হয়েছে। করিমের হিসাবে 99 টাকা কম লেখার কারণে রেওয়ামিলের ক্রেডিট পাশ্র্বে 99 টাকা কম দেখানো হবে। কিন্তু রেওয়ামিলের ডেবিট দিকে নগদান হিসাব 574 টাকা লেখায় রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল মিলবে না অর্থাৎ এ ভুলটি রেওয়ামিলের মাধ্যমৈ উদঘাটিত হবে।