Question:রেওয়ামিলের দুনিক মিলবে না যদি-
A আসবাবপত্র ক্রয় পণ্য ক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়
B বেতন প্রদান বেতন হিসাবে খতিয়ানভুক্ত করা না হয়
C বাকীতে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট ও নদান হিসাবে ক্রেডিট করা হয়
D অগ্রিম বীমা ভুলে বীমা খরচে ডেবিট কর হয়
E একজন খরিদ্দারের নিকট থেকে প্রাপ্ত টাকা অন্য একজন খরিদ্দারের হিসাবে ক্রেডিট কর হয়।
+ Explanationআসবাবপত্র ক্রয় পণ্য ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হলে রেওয়ামিল মিলে যাবে। কারণ এটি নীতিগত ভুল। বাকীতে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট ও নগদান হিসাবে ক্রেডিট ও নগদান হিসাবে ক্রেডিট করা হলেও রেওয়ামিল মিলে যাবে। এটিও নীতিগত ভুল। অগ্রিম বীমা ভুলে বীমা খরচে ডেবিট করার ফলেও রেওয়ামিল মিলে যাবে। েএটিও নীতিগত ভুল। একজনের নিকট হতে প্রাপ্ত টাকা আরেকজনের হিসাবে লিপিবদ্ধ করা হলেও রেওয়ামিল মিলে যাবে। এটি লেখার ভূল। বেতন প্রদান বেতন হিসাবে খতিয়অন ভুক্ত করা না হলে রেওয়ামিল মিলে যাবে না।