Question:একটি পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়-কে ক্রয় হিসাবে দেখিয়েছে। এই ভুল সংশোধনের জন্য কি জাবেদা হবে?
A ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
B ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট
C যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
D ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসা ক্রেডিট
E যন্ত্রপাতি হিসাব ডেবিট সাসপেন্সে হিসাব ক্রেডিট
+ Explanationএটি একটি নীতিগত ভুল। যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা হলো- যন্ত্রপাতি হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট। ক্নিুত ভুল করে জাবেদা প্রদান করা হয়েছে-ক্রয় হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাবকে ঠিকই লেখা হয়েছে কিন্তু যন্ত্রপাতির পরিবর্তে ক্রয়কে ডেবিট করা হয়েছে। সুতরাং সংশোধনীতে ক্রয় হিসাবকে বাদ দিতে হবে, যার জন্য ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। অন্য দিকে যন্ত্রপাতি হিসাব ডেবিট করা হতে বাদ পড়েছে বিধায় যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হবে। অর্থাৎ সংশোধনী জাবেদা হবে- যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট।