Question:ভাড়া প্রদান হিসাবের জের 57 টাকা ভুলক্রমে রেওয়ামিলের ক্রেডিট দিকে 75 টাকা লেখা হয়েছে। অন্যান্য হিসাব ঠিক ভাবে লেখা হলে রেওয়ামিলের পার্থক্য কত হবে?
A 114 টাকা
B 57 টাকা
C 18 টাকা
D 132 টাকা
/142
+ Answer
D
+ Explanationভুলটির ফলে রেওয়ামিলের পার্থক্যের পরিমাণ হবে, যে পরিমাণ টাকার জের ছিল ও ভুলে ভুল পার্শে যে পরিমাণ হবে, যে পরিমাণ টাকা লেখা হয়েছে তার সমষ্টি।
অর্থাৎ (578+75) = 132 টাকা।