Question:কবীরেরর নিকট থেকে 1,000 টাকার পণ্য ফেরত ভুলক্রমে বিক্রয় বহিতে লেখা হয়েছে। সংশোধনী জাবেদা হবে-
A আন্তফেরৎ হিঃ ডেঃ 1000; কবীর হিঃ ক্রেঃ 1,000
B বিক্রয় হিঃ ডেঃ 1,000; বিক্রয় হিঃ ক্রে: 1000
C আন্তফেরত হিঃ ডেঃ 1,000; বিক্রয় হিঃ ক্রেঃ 1,000
D আন্তঃফেরত হিঃ ডেঃ 1,000; বিক্রয় হিঃ ডে 1,000; কবীর হিঃ ক্রেঃ 2000
+ Explanationভুল সংশোধনী জাবেদা দাখিলার জন্য সাধারণত তিনটি পর্যায় রয়েছে (i) কি হওয়ার কথা ছিল, (ii) কি হয়েছে, (iii) কি করলে পূর্বের ভুল সংশোধন হয় ও লেনদেনটি লেখা হয়। প্রদত্ত লেনদেনটিতে পণ্য ফেরত আসায় (i) হওয়ার কথা ছিল আন্তঃ ফেরত হিসাব টু কবীর হিসাব। (ii) যা হয়েছে কবীর হিঃ ডেঃ টু বিক্রয় হিসাব।
সুতরাং, (iii) আন্তঃফেরত হিসাব ডেবিট ও বিক্রয় হিসাব ডেবিট ও কবীর হিসাবকে ডবল টাকা দ্বারা ক্রেডিট করলে পূর্বের ভুল সংশোধিত হয় এবং সঠিক জাবেদাটি লেখা হয়।
সুতরাং প্রদত্ত লেনদেনটির জন্য সংশোধনী জাবেদা হবে- আন্তঃফেরত ডেবিট 1000/= বিক্রয় হিসাব ডেবিট 1000/= টু কবীর হিসাব 2000/=