+ Explanation‘ক’ কোন লেনদেন সম্পূর্ণ হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা না হলে তার জন্য রেওয়ামিল মিলে যাবে তাবে উভয় পক্ষের যোগফলেরর পরমাণ বেশি হবে। ‘খ’ যন্ত্রপাতি ক্রয় কে পণ্য ক্রয় হিসাবে দেখানোর ফলে মূধন জাতীয় ব্যয় (যন্ত্রপাতি ক্রয়) কে মুনাফা জাতীয় ব্যয় (ক্রেয় হিসাব) হিসেবে গণ্য করা হয়। যা নীতিগত ভুল। এ ভুলের জন্যও রেওয়ামিল মিলে যাবে।