+ Explanation‘ক’ নগদ বাট্টা নগদ-টাকায় দেনা-পাওনা দ্রুত আদায়ের জন্য পাওনাদার কর্তৃক দেনাদারকে যে পরিমাণ নগদ অর্থ ছাড় দেয় তাকে নগদ বাট্টা বলে। নগদ বাট্টা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। ‘খ’ কারবারী বাট্টা-পণ্য দ্রব্য ক্রয় -বিক্রয় কালে বিক্রেতা ক্রেতাকে পণ্য মূল্য তালিকা হতে নির্দিষ্ট হারে যে ছাড় দেয়া তাকে কারবারী বাট্টা বলে। কারবারী বাট্টা কোন কোন প্রাকার হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। ফলে এটি রেওয়ামিলে দেখানো হয় না। ‘গ’ সমাপ্তি মজুদ পণ্য রেওয়ামিলে দেখানো হয় শর্ত সাপেক্ষে (যখন সমন্বিত ক্রয় রেওয়ামিলে থাকবে)। অনার্জিত আয়-ও রেওয়ামিলে দেখানো হয়।