Question:চূড়ান্ত হিসাব তৈরির পর দেখা গেল যন্ত্রপাতি মেরামত ব্যয় 500 টাকা যন্ত্রপাতি হিসাবে ডবিট করা হয়েছে। এক্ষেত্রে সংশোধনী জাবেদা কি হবে?
A মেরামত হিসাব ডে: 500 টাকা এবং যন্ত্রপাতি হিসাব ক্রে: 500 টাকা
B লাভ-লোকসান সমন্বয় হিসাব ডে: 500 টাকা এবং মেরামত ব্যয় হিসাব ক্রে: 500 টাকা
C লাভ-লোকসান সমন্বয় হিসাব ডে: 500 টাকা এবং যন্ত্রপাতি হিসাব ক্রে: 500 টাকা
D যন্ত্রপাতি হিসাব ডে: 500 টাকা এবং লাভ-লোকসান সমন্বয় হিসাব ক্রে: 500 টাকা
+ Explanationযন্ত্রপাতির মেরামত ব্যয় খরচ হিসাবে ডেবিট করা হয়। কিন্তু ভুল যন্ত্রপতি হিসাবে ডেবিট করা হয়। সুতরঅং সংশোধনীতে মেরামত ব্যয় হিসাবে ডেবিট ও যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট করতে হবে।