Question:দেনাদার থেকে প্রাপ্ত 800 টাকা পাওনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। সংশোধিত জাবেদা হবে-
A দেনাদার হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট
B পাওনাদার হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট
C নগদান হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট
D পাওনাদার হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট
+ Explanationদেনাদারের নিকট হতে টাকা প্রাপ্তির জন্য দেনাদার হিসাবকে ক্রেডিট করার প্রয়োজন ছিল। কিন্তু ভুলে পাওনাদার হিসাব ক্রেডিট করা হয়েছে। এ ভুলে সংশোধনীতে পাওনাদার হিসাবে ডেবিট করতে হবে এবং যা করার উচিত ছিল দেনাদার হিসাব ক্রেডিট করতে হবে।