+ Explanationঐতিহাসিক মূল্য বা ক্রয় মূল্য নীতি অনুসারে সম্পত্তিকে অবসায়ন মূল্যে লিপিবদ্ধ করা হয়। আর চলমানা প্রতিষ্ঠান সমন্বয় করা হয় না। মূলধন জাতীয় ব্যয় স্বরূপ ইহা সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। এর পর সম্পত্তি গুলোর কর্মক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে ক্রয় মূল্য বিবেচনা করতে হয়। অর্থাৎ সম্পত্তি ব্যবহার অযোগ্য হওয়া পর্যন্ত কখনই অবসায়ন মূল্যে দেখানো হয় না। যদি কখনো অবসায়ন মূল্যে দেখানো হয়ে থাকে, তবে তা চলমান প্রতিষ্ঠান ধারনার সাথে অসামঞ্জস্য হবে।