C একটি ব্যবসায়ের জীবন কালকে কয়েকটি কাল্পণিক সময়কালে ভাগ করা হয়
D কারবার ও পঞ্জিকাবর্ষ এক হতে হবে
/85
+ Answer
C
+ Explanationচলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে অনুমান করা হয় যে ব্যবসায় অনন্ততকাল ধরে চলতে থাকবে। আর এ অনন্ত কালকে ছোট ছোট এককে/সময়ে ভাগ করে একটি নির্দিস্ট সময় পরপর কারবারে ভাল-ক্ষতি, আর্থিক অবস্থা নির্ণয় করা হয়। আর হিসাবকাল বা সময়কাল ধারনা অনুসারে এ ভাগ করা হয়।