+ Explanation(ক) হিসাববিজ্ঞানের গুরুত্বপূর্ণ নীতি রক্ষণশীলতার নীতি বলে যে, কোন সম্ভাব্য আয়কে আয় ধরা যাবে না। কিন্তু সম্ভাব্য আয়কে আয় ধরা হলে, যদি নির্দিষ্ট সময়ে আয় ব্যয/দায় ধরতে হবে। কারণ, সম্ভাব্য আয়কে আয় ধরা হলে, যদি নির্দিষ্ট সময়ে আয় অর্জিত না হয় তবে বিরূপ পরিস্থিতে পড়তে হয়। এবং সম্ভাব্য দায় বা দায় যদি নির্দিষ্ট সময়ে ঘটে যায় তবে যাতে উক্ত অবস্থার স্বীকার না হয়। (খ) ক্রয় মূল্যনীতি অনুসারে স্থায়ী সম্পদকে সর্বদ;া ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হয়। (গ) এই নীতি অনুসারে হিসাববিজ্ঞানের নিয়মগুলো একইভাবে প্রতিবছর অনুসরণ করতে হবে। (ঘ) এই নীতি অনুসারে প্রতিটি হিসাব প্রতিবেদনে সকল তাৎপর্যপূর্ণ তথ্য গুলো প্রকাশ করতে হয়।