Question:হিসাববিজ্ঞানে সমন্বয় নীতি কোনটির নির্দেশনা প্রদান করে?
A ব্যয়সমূহ
B রাজস্বসমূহ
C সম্পত্তিসমূহ
D দায়সমূহ
E মালিকানা স্বত্ত্বা
/85
+ Answer
A
+ Explanationহিসাববিজ্ঞানের সমন্বয় নীতি/মিলকরণ নীতি/ব্যয় স্বীকৃতির নীতি অনুযায়ী কোন হিসাবকালের মোট ব্যয়ের যে অংশ আয় সৃষ্টিতে ভূমিকা রাখতে উক্ত অংশকে সংশ্লিষ্ট আয়ের বিপরীত ব্যয় হিসাবে গণ্য করতে হবে। অর্থাৎ হিসাববিজ্ঞানের সমন্বয় নীতি ব্যয় সংক্রান্ত নির্দেশনা প্রদান করে।