Question:একটি জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবে ৩,০০০ টাকা ডেবিট করে কু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। যদি পুরাতন কু-ঋণ সঞ্চিতি ২,৯২৫ টাকা, কু-ঋণ ৩,৫০০ টাকা এবং দেনাদারের উপর ৫% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে, তবে দেনাদারের প্রাথমিক অংক টাকায় ছিল?
A ৪৬,০৭৫
B ৪৮,৫০০
C ৫৫,০০
D ৪৮,০০০ টাকা
E ৫২,০০০ টাকা
+ Explanationকু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি সমন্বয় সাধনের পর যে (ডেবিট) ব্যালেন্স পাওয়া যায় তা লাভ-ক্ষতি হিসাবে দেখানো হয় এবং যার জন্য জাবেদা হল-কু-ঋণ হিসাবকে ক্রেডিট
প্রম্ন মতে, কু-ঋন + নতুন কু-ঋণ সঞ্চিতি = x
অতএব, ৩৫০০ + x - ২,৯২৫ = ৩,০০০
= x = ৩,০০০ + ২,৯২৫ - ৩,৫০০
অর্থাৎ নতুন কু-ঋণ সঞ্চিতি = ২,৪২৫ টাকা।
যেহেতু, সমাপনী দেনাদারের উপর ৫% কু-ঋণ সঞ্চিতি = ২,৪২৫
সমাপনী দেনাদার ৪৮,৫০০ টাকা হলে,
প্রারম্ভিক দেনাদার = (৪৮,৫০০ + ৩,৫০০) টাকা। প্রারম্ভিক দেনাদার সমাপনী দেনাদরা + কু-ঋণ
= ৫২,০০০ টাকা।