+ Explanationপ্রাপকের নির্দেশমতে কোন ব্যীক্তকে অথবচা বাহককে প্রদেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল এবং চেক বা বিনিময়যোগ্য মাধ্যমকে হস্তান্তরযোগ্য দলিল বলে। প্রচলিত হস্তান্তরযোগ্য দলিল সমীহ হলো- অঙ্গীকার, বিনিময়বিল, চেক, শেয়ার ওয়ারেন্ট, লভ্যাংশ পরোয়ানা, দেশী হুন্ডি, প্রাইজবন্ড, ঋণপত্র, সরকারী নোট, ব্যাংক নোট, ট্রেজারী বিল। কিন্তু মানিগ্রাম হস্তান্তরযোগ্র ঋণের দলির নয়।