+ Explanationবিনিময় বিল অস্বীকৃতি বা অপরিশোধজনতি কারণে প্রত্যাখ্যাত হলে বিলের ধারক প্রত্যাখানের বিষয়ীট লেখা প্রমানকের (নেটারী পাবলিক) দ্বার লিপিবদ্ধ করিয়া থাকেন। আর এ জন্য ধারককে বলের মূল্যের উপর ভিত্তি করে সরকার কর্তৃক নির্ধারিত ফি বা নোটিং চার্জ পরিশোধ করতে হয়। অবশ্য পরে ধারক অদিষ্টের নিকট হতে তা আদায় করে নেন। অর্থাৎ প্রাথমিকভাবে বিলে নোটিং চার্জ পরিশোধ করতে হয়।