Question:বিনিময় বিলের স্বীকৃতি পাওয়া গেল। জাবেদা হবে-
A ব্যাঙ্ক ডেবিট, বিনিময় বিল ক্রেডিট
B ব্যাঙ্ক ডেবিট, দেনাদার ক্রেডিট
C বিনিময় বিল ডেবিট, দেনাদার ক্রেডিট
D দেনাদার ডেবিট, বিনিময় বিল ক্রেডিট
/119
+ Answer
C
+ Explanationসাধারণত দেনাদারের কাছ থেকে বিলে স্বীকৃতি পাওয়া যায় এবং পাওনাদারের বলে স্বীকৃতি প্রদান করা হয়। বিলে স্বীকৃতি পাওয়া গেলে বিল (প্রাপ্য) নামক সম্পত্তি বৃদ্ধি পায় এবং দেনাদার নামক সম্পত্তি হ্রাস পায়। সুতরাং জাবেদা হবে প্রাপ্য বিল হিসাব (বিনিময় বিল) ডেবিট টু দেনাদার হিসাব।