Question:নিম্ন লিখিত বিবরণীগুলো হতে কোনটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য-
A প্রত্যেক সমন্বয়ী জাবেদা উদ্বর্তপত্রে এবং আয়-ব্যয় বিবরণী উভয়কে প্রভাবিত করে
B সমন্বয়ী জাবেদা মালিকানা স্বত্বকে প্রভাবিত করে না
C সমন্বয়ী জাবেদা বেকলমাত্র উদ্বর্তপত্রকে প্রভাবান্বিত করে
D সমন্বয়ী জাবেদা কেবলমাত্র আয়-ব্যয় বিবরণীকে প্রভাবান্বিত করে
+ Explanationহিসাব চক্রের ধারাবাহিক পদ্ধতিতে হিসাব রাখা সত্ত্বেও সংশ্লিষ্ট হিসাবকালের কিছু অর্জিত আয় ও সংঘটিত ব্যয় হিসাবভুক্ত করা হয় না। ফলে িএ ধরনের অসমন্বিত হিসাবসমূহ সমন্বয় করার প্রয়োজন হয়। আর এদের সমন্বয় লিখন সর্বদা কম পক্ষে আয় বিবরণীর একটি হিসাব এবং উদ্বর্তপত্রের একটি হিসাবকে প্রভাবিান্বিত করে। কারণ এদর সমন্বয় লিখন দ্বারা আয় অথবা ব্যয় হ্রাস/বৃদ্ধি করে এবং সম্পত্তি অথবা দায় হ্রাস/বৃদ্ধি করলে উদ্বর্তপত্র প্রভাবিত হয়।